বর্ষার আগমনের মধ্যেও বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ত ডেস্কঃ দু এক পশলার বৃষ্টিতে যেন আবহাওয়া (Weather) আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। বর্ষা আসার মধ্যেও যেন কিছুতেই কমতে চাইছে না বাতাসের আদ্রতাজনিত অস্বস্তির পরিমাণ। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চললেও, দক্ষিণবঙ্গে  সোমবার এবং মঙ্গলবার নাগাদ শুরু হতে পারে বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়াও জানাল আবহাওয়া দফতর (Weather office)।

বাংলায় বর্ষার ফের আগমন
বেশকিছু দিন ধরে বৃষ্টির দেখা মিলছিল না বাংলায়। গরমে প্রাণ হাঁসফাঁস করছিল প্রাণীকূলের। তবে আনন্দ সংবাদ দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ধেয়ে আসছে ঘোর বর্ষা। আর মাত্র কয়েকদিনের মধ্যেই।

158287041181688881976nr hot weather

শহরের তাপমাত্রা
শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশে রোদ বিরাজ করছিল। সারাটা দিন ভ্যাপসা, গুমোট গরমে ছেয়েছিল গোটা বাংলা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হলেও, গরম কিন্তু কাটছে না। তবে আগামী ১-২ দিনের মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

Rains lash Noida on Aug 5 2019 1 1024x569 1

বৃষ্টি আশঙ্কিত এলাকা
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে আসতে চলেছে বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশয়াপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাষ।

Smita Hari

সম্পর্কিত খবর