ফেডারেশন সচিবের দাবি পাঁচ বছরের মধ্যে ভারতীয় ফুটবল দলের দায়িত্বে আসবেন একজন ভারতীয় কোচ।

বিগত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে সাধারণত রয়েছেন বিদেশি কোচরাই। তবে এইদিন ফেডারেশনের সচিব কুশল দাস সরাসরি দাবি করে বসলেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় ফুটবল দলের দায়িত্বে আসতে চলেছেন একজন ভারতীয় কোচ।

বর্তমানে ভারতীয় ফুটবল দলে একজন বিদেশী কোচ রয়েছেন। বর্তমানে ভারতীয় ফুটবল দলের দায়িত্বে রয়েছেন ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। তবে ভারতীয় জুনিয়র দলে বিবিয়ানা ফার্নান্দেজ, ভেঙ্কটেশরা যেভাবে কাজ করে চলেছেন, যেমন ভাবে তারা ভারতীয় জুনিয়র ফুটবলের উন্নতি করছেন। তাতে আগামী দিনে তারাই ভারতীয় সিনিয়র দলের কোচ হওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করছেন ফেডারেশন সচিব কুশল দাস।

20814460094173dce9cc2b5116f985b47cba91e762bd99ee1beb304a960269df0c6c302b4

ইতিমধ্যেই ফেডারেশনে তরফে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় কোচদের আরও দক্ষ করে তোলার জন্য।ফেডারেশন 10 থেকে 12 জন করে ভারতীয় কোচদের নিয়ে বিদেশে বিশেষ ট্রেনিং করিয়ে তাদের দক্ষতা বাড়াবে যাতে তারা আগামী দিনে ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নিতে পারেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর