বাংলাহান্ট ডেস্কঃ ভয়ংকর খবর শোনা যাচ্ছে ভারতের অন্যতম প্রধান মন্দির তিরুপতি (tirupati) থেকে। সেখানে ৫০ জন পুরোহিতের মধ্যে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবুও মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল না কর্তৃপক্ষ।
এখনও অবধি কমপক্ষে 91 টিটিডি স্টাফ সদস্য করোনভাইরাস সংক্রামিত বলে খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরোহিত। এখনো ২৫ জনের রিপোর্ট আসেনি। এই অবস্থাতেও ভক্ত সমাগম আটকাতে চাইছে না তিরুপতি মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষ এর তরফ থেকে দাবি, করোনভাইরাস সংক্রামিত বেশিরভাগই অন্ধ্র প্রদেশের পুলিশ যারা মন্দিরের সাথে কাজ করছেন। টিটিডি চেয়ারপারসন বলেছেন, “এদের মধ্যে একজনেরই গুরুতর লক্ষণ রয়েছে।” তিনি আরো বলেন, ” আমাদের তিরুমালা মন্দির বন্ধের পরিকল্পনা নেই। প্রবীণ পুরোহিতদের দায়িত্ব দেওয়া হবে না। পুরোহিত এবং কর্মচারীরা পৃথক আবাসনের জন্য অনুরোধ করেছেন, ”
অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈলশহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত।
হিন্দু বিশ্বাস অনুসারে, কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ‘বেঙ্কটেশ্বর’ রূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই মন্দিরটিকে ‘কলিযুগ বৈকুণ্ঠম্’ বলা হয় এবং বেঙ্কটেশ্বরকে বলা হয় ‘কলিযুগ প্রত্যক্ষ দৈবতম্’ (কলিযুগের প্রত্যক্ষ দেবতা)। বেঙ্কটেশ্বর ‘বালাজি’, ‘গোবিন্দ’ ও ‘শ্রীনিবাস’ নামেও পরিচিত।