টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, বন্যার সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া দপ্তর : জুলাইয়ের শুরু থেকেই উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি হচ্ছে৷ যার জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত উত্তরের ৫ জেলার স্বাভাবিক জীবন যাত্রা৷ এবার সেখানকার নদীগুলির বিপদসীমা পার করে প্লাবনের আশঙ্কা দেখছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টির কারনে লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।

Weather pic 1910110609

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর, বিহার, পশ্চিম উত্তর প্রদেশেও বাড়বে বৃষ্টি।

150804 1
বাংলার আবহাওয়া/ weather of west bengal

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং আসাম ও মেঘালয় জুড়ে প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

new 49
বাংলার আবহাওয়া/ weather of west bengal

বৃষ্টিপাতের ফলে আসামের বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে এখনো পর্যন্ত রাজ্যের ৩৩ জেলার মধ্যে 27 জেলার ৩৯.৮ লক্ষাধিক মানুষ বন্যা দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলেও, বর্তমানে দক্ষিণের জেলাগুলিতেও বাড়ছে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে দুই বঙ্গেই বাড়বে বৃষ্টির পরিমাণ জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের জেরে বজ্রপাত সহ বৃষ্টির আভাষ। এবার উত্তরবঙ্গে কিছুটা কম হয়ে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

কলকাতা, হাওড়া, হুগলি -সহ একা ধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু সময়ের মধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা।

 

সম্পর্কিত খবর