বাংলাহান্ট ডেস্কঃ করোনার (COVID-19) মধ্যে বহু মানুষ কর্মহিন হয়ে পড়েছেন। তাঁদের অনেকেরই দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর এক চাওয়ালা তামিলারসান এরমকই কিছু দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে অন্ন তুলে দিচ্ছেন।
দুঃস্থদের সাহাযার্থে চাওয়ালা
তামিলনাড়ুর মাদুরাইয়ের অলানগনলুরে চা বিক্রেতা এই সংকটের দিনে রাস্তায় ঘুরে ঘুরে সকাল ও সন্ধ্যা চা বিক্রি করে উপার্জিত অর্থ থেকে গরীব ও গৃহহীনদের খাবারের ব্যবস্থা করছেন। চা বিক্রেতা জানিয়েছেন, ‘আমি অলানগনলুর, মেটুপট্টি এবং পুদুপট্টি গ্রামে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় চা বিক্রি করে, অল্প পরিমাণে অর্থ উপার্জন করি’।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘চা বিক্রি করার সময় রাস্তার ধারে শুয়ে থাকা দরিদ্র ও অভাবী মানুষদেরকে আমি চা খেতে দিই। আবার পাশাপাশি আমার উপার্জিত অর্থ থেকে তাঁদের জন্য তিনবেলার খাবারের জোগাড় করি’।
রয়েছে দোকান খোলার স্বপ্ন
তামিলারসান জানিয়েছে, তাঁর নিজের এলাকায় একটি চায়ের দোকান খোলার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু আর্থিক সংকটে পরে লোনের আবেদন করেন। কিন্তু কোন ব্যাংক থেকে প্রাপ্ত অর্থের বদলে কোন সম্পদ গচ্ছিত না রাখতে পারায়, তাঁর এই আবেদন নাকচ করে দেওয়া হয়।