আবার ভারী বৃষ্টি উত্তরে, জোরালো হচ্ছে বন্যার সম্ভাবনা : আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : আজ থেকে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। উপর্যুপরি বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে৷ ইতিমধ্যে বিপদসীমার ওপর দিয়ে বইছে বেশ কয়েকটি নদী৷ বৃষ্টির পরিমান বাড়লে ভয়ংকর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরের ৫ জেলায়।

RAIN11

রবিবার এবং সোমবার নাগাদ কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চল যেমন, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে কমছে আদ্রতা জনিত অস্বস্তিও। আবার অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু ঢুকছে স্থলভাগে, যার জেরেই রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা।

Rains lash Noida on Aug 5 2019 1 1024x569 1

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর, বিহার, পশ্চিম উত্তর প্রদেশেও বাড়বে বৃষ্টি।

1561958550452 GGH29R6KB.1 2

পাশাপাশি, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারনে মশানজোড় ও তিলপাড়া ব্যারেজ থেকে যথাক্রমে ১৭০০ কিউসেক, ১৫,৮১০ কিউসেক জল ছাড়া হয়েছে। যার ফলে বেড়েছে ময়ূরাক্ষীর জলস্তর। অন্যদিকে প্রবল বৃষ্টির কারনে ভেঙেছে দ্বারকা নদের বাঁধ।

rain 3

ইতিমধ্যেই এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ১২ টি পরিবারকে ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আতঙ্কিত হবার কোনো পরিস্থিতি এই মুহুর্তে তৈরি হয় নি।

 


সম্পর্কিত খবর