বাংলাহান্ট ডেস্ক: 2014 সালের দুঃস্বপ্নের ইংল্যান্ড সফর। 2014 সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেই সফরের টেস্ট সিরিজে নিজের ফর্মের ধারেকাছে পাওয়া যায় নি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। সেই পুরো ইংল্যান্ড সফর কার্যত হতাশায় পরিপূর্ণ বিরাট কোহলির কাছে। তবুও সেই টেস্ট সফরই বিরাট কোহলির কাছে এক মাইলফলক।
ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের বলে বারবার আউট হয়ে দুঃস্বপ্নের মতো প্যাভেলিয়নে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সেই টেস্ট সিরিজের পাঁচ ম্যাচে মাত্র 130 রান করেছিলেন। যে বিরাট কোহলি বলে বলে সুইং বোলারদের বাউন্ডারির বাইরে পাঠান সেই কোহলিকেই অ্যান্ডারসনের সুইং খেলতে গিয়ে হিমশিম খেয়ে হচ্ছিল। কিন্তু তারপর থেকেই চড়তে থাকে বিরাট কোহলির টেস্ট এর ব্যাটিং। এই মুহূর্তে বিরাট কোহলির টেস্টের এভারেজ 60.12।
কিন্তু সেই ইংল্যান্ড সফরের পর এমন কি হয়েছিল যে তারপর থেকে বিরাট কোহলির ব্যাটিংয়ে এত পরিবর্তন হল? এক অনলাইন সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছেন সাধারণত ভালো কোন সিরিজকে ক্রিকেটাররা মাইলফলক হিসেবে ধরেন কিন্তু আমি সেই হতাশার টেস্ট সিরিজকে মাইলফলক হিসেবে ধরে নিজের খেলায় পরিবর্তন এনেছি। কোহলি বলেছিলেন তারপর আমি বুঝতে পারি নিজের খেলায় পরিবর্তন না আনলে টেস্ট ক্রিকেটে সফলতা পাওয়া সম্ভব নয়। তখন কোচ রবি শাস্ত্রী আমাকে বলেছিলেন টেস্ট ক্রিকেটে পেসারদের খেলতে হলে ক্রিজের বাইরে এসে চান্স নিতে হবে। আর রবি শাস্ত্রীর সেই পরামর্শ আমার টেস্ট খেলার পরিবর্তন করতে কাজে লাগে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…