বেতন ৯৭ হাজার টাকা, করোনা কালে ৩০০ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল মোদি সরকার,

বাংলাহান্ট ডেস্কঃ সরকারি  ওয়েবসাইট অনুসারে,ইন্ডিয়ান আর্মি (indian army) ও আর্মড ফোর্সে মেডিক্যাল সার্ভিস পদে নিয়োগ করতে চলেছে মোদি সরকার (modi government) ।    বেতন মাসিক ৯৭ হাজার টাকা।  সারা দেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২০। এক নজরে জেনে নিন এই চাকরি বিজ্ঞপ্তির খুটিনাটি

Kargil

শূন্যপদঃ মোট শূন্যপদ- ৩০০ জন। ( ২৭০ জন ছেলে ও ৩০ জন মেয়ে)
আবেদনের শেষ তারিখঃ ১৬ আগস্ট ২০২০
শিক্ষাগত যোগ্যতাঃ ডাক্তারি ডিগ্রি। মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।  ৩০ জুনের আগে যারা ইন্টার্নিশিপ শেষ করেছেন তারা আবেদন করতে পারবে
নিয়োগ পদ্ধতিঃ মেডিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউ
আবেদন ফিঃ ২০০ টাকা (অনলাইনে জমা করতে হবে)
ইন্টারভিউঃ ৩১ আগস্ট ২০২০
ইন্টারভিউ স্থানঃ দিল্লি সেনা হাসপাতাল
বেতনঃ ৯৭ হাজার টাকা
ওয়েবসাইটঃ www.amcsscentry.gov.ইন

প্রসঙ্গত, রাজ্য সরকারের বনদপ্তরে বিপুল  নিয়োগ হতে চলেছে। আবেদনের শেষ তারিখ ৬ আগস্ট। বনদপ্তরে এক বছরের চুক্তিতে হবে নিয়োগ। বেতন ১০ হাজার টাকা। পরবর্তী তে চুক্তির মেয়াদ বাড়লে বেতন বাড়বে।

যোগ্যতা: প্রার্থীদের ১৮ বছর বয়স হতেই হবে । নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস। উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলিয়ে মোট আটটি জেলার বন দপ্তরে নিয়োগ হবে। বনদপ্তরের শাখা অফিসে বন সহায়ক পদেও নিয়োগ হবে।

নিয়ম মাফিক ছাড় পাবেন তপশিলি জাতি ও উপজাতিরা। বয়সের ক্ষেত্রে ছাড় সহ সমস্ত রকম সুবিধাই রয়েছে তাদের জন্য। বিস্তারিত জানতে www.eastbengal forest.gov.in এ ভিজিট করুন।

সম্পর্কিত খবর