বাংলাহান্ট ডেস্কঃ রিজার্ভ ব্যাঙ্ক (rbi)করোনা পরিস্থিতিতে দেশজুড়ে গ্রাহকদের কথা মাথায় রেখে একাধিক নিয়মের বদল আনল। লেনদেন থেকে গোল্ডলোন ভারতীয় অর্থব্যবস্থায় ৫ টি বড় বদলের নির্দেশ দিল সর্বোচ্চ ব্যাঙ্ক। এক নজরে দেখে নিন এই পরিবর্তনগুলি
স্বর্ণঋণ
রিজার্ভ ব্যাঙ্কের বদলে যাওয়া নিয়মে সব চেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে গোল্ড লোন বা সোনা রেখে ঋণ নেওয়ার ক্ষেত্রে। আগে সোনার দামে ৭৫ শতাংশ অবধি ঋণ পাওয়া যেত। এবার থেকে তা দাঁড়াল ৯০ শতাংশে। তবে এবার থেকে সোনার গুনমান নিশ্চিত করে ঋণ দেবে সরকারি ও বেসরকারি সংস্থা।
চেক পেমেন্ট
চেক পেমেন্ট এর ক্ষেত্রে কড়া নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক। এবার থেকে ৫০ হাজার টাকার বেশি মূল্যের চেকে নতুন নিয়ম লাগু হবে। চেক দেওয়ার সময় গ্রাহককে চেক নম্বর, চেকের দুদিকের ছবি সহ একাধিক তথ্য জানাতে হবে ব্যাঙ্কের কাছে। সেই তথ্যের সাথে যিনি চেক থেকে ক্যাশ করতে আসবেন সেই তথ্য মিলে গেলেই টাকা দেওয়া হবে।
অফলাইন পেমেন্ট
কার্ড ও মোবাইলের সাহায্যে এবার ইন্টারনেট ছাড়াই পেমেন্টের সুবিধা আনছে রিজার্ভ ব্যাঙ্ক। ডিজিটাল পেমেন্ট বাড়ানোর উদ্দ্যেশ্যে একটি পাইলট প্রোজেক্টকেও অনুমতি দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। এই প্রজেক্ট যদি সফল হয় তবে এরপর ইন্টারনেট ছাড়াই কার্ড ও মোবাইল দিয়ে পেমেন্ট করা যাবে
ODR system
দেশে বাড়তে থাকা অনলাইন লেনদেনকে মাথায় রেখে এই ODR বা online dispute regulation চালু করা হচ্ছে। এবার থেকে ডিজিটাল লেনদেন ফেল করলে বা অন্যান্য সমস্যার সমাধান করবে এই সিস্টেম।
স্টার্টআপদের জন্য সুবিধা
রিজার্ভ ব্যাঙ্ক এবার থেকে স্টার্ট আপ গুলিকে psl বা priority sector lending হিসাবে ঘোষনা করল। ফলে এবার থেকে অতি সহজেই লোন পেয়ে যাবে তারা।