রাহুল দ্রাবিড়কে আউট করা ছিল অন্যতম কঠিন চ্যালেঞ্জ, শোয়েব আখতার

বাংলাহান্ট ডেস্কঃ ক্রিকেট বিশ্বে একটা কথা অনেকদিন ধরে প্রচলিত আছে সেটি হল ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তানি বোলিং। দীর্ঘদিন ধরে এই দ্বৈরথ দেখে আসছে ক্রিকেট বিশ্ব। তবে তার থেকেও আকর্ষণীয় ছিল ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে পাক পেসার শোয়েব আক্তার এর দ্বৈরথ। এবার শোয়েব আক্তার নিজের মুখে জানালেন সেই সময়কার ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কে সহজে শোয়েব আক্তারের আগুনে বোলিং সামলেছেন? শোয়েব আক্তার এর মতে রাহুল দ্রাবিড় খুব সহজেই সামলে দিতেন শোয়েব আক্তারের ভয়ঙ্কর পেসকে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার সাথে ইউটিউব চ্যানেলের একটি চ্যাট শো-তে অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আক্তার। সেখানেই তিনি বলেন, কোন ব্যাটসম্যান যদি রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটিং করতেন তাহলে তাকে আউট করা খুব মুশকিল হয়ে যেত। আমরা চেষ্টা করতাম ব্যাট এবং প্যাডের মাঝখানে যে ফাঁকা স্থানটি রয়েছে সেখানে বোলিং করতে। বেশিরভাগ সময় চেষ্টা করতাম প্যাডে বল লাগানোর।

2047484134c9faf2f2b677909dbc0de7dbfb56aa5eb0bbbfb12ce566db12d7222fdf511cf

আক্তার বলেন ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে আমি এবং আফ্রিদি দুজন মিলে প্লান করেছিলাম রাহুল দ্রাবিড়ের প্যাডে বল মারার। সেই ম্যাচে শচীন টেন্ডুলকার খেলেনি তাই রাহুল দ্রাবিড়কে আউট করতে পারলেই সেই ম্যাচে আমরা অনেকটা এগিয়ে থাকতাম। সেই কারণে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিলাম রাহুল দ্রাবিড়ের প্যাডে বল মারতে। কিন্তু রাহুল দ্রাবিড় কে আউট করা খুব একটা সহজ ছিল না। ও আমার বল খুব সহজেই সামলে দিত।

Udayan Biswas

সম্পর্কিত খবর