মানসিক ভাবে বিপর্যস্ত, সংবাদ মাধ‍্যম আগেই তাঁকে দোষী বলছে; ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার সুপ্রিম কোর্টের (supreme court) দ্বারস্থ রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় তাঁকে দোষী সাব‍্যস্ত করে প্রকাশিত মিডিয়া রিপোর্টের বিরুদ্ধে সোমবার শীর্ষ আদালতে হলফনামা (affidavit) দাখিল করেছেন রিয়া। তাঁর অভিযোগ, সংবাদ মাধ‍্যম তাঁকে আগেভাগেই দোষী সাব‍্যস্ত করে তাঁর বিরুদ্ধে খবর পরিবেশন করছে।
রিয়া সুপ্রিম কোর্টে আরও আবেদন করেছেন, তিনি রাজনীতির বলির পাঁঠা হতে চাননা। শীর্ষ আদালত তাঁকে সুরক্ষা দিক। তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ও তাঁর ব‍্যক্তিগত পরিসর লঙ্ঘিত, এমনটাই বক্তব‍্য রিয়ার। সংবাদ মাধ‍্যম মামলার সাক্ষীদের বারে বারে নিজেদের মতো করে জেরা করছে। আগেই রিয়াকে অপরাধী সাব‍্যস্ত করে নিয়েছে তারা। এমনই অভিযোগ অভিনেত্রীর।

Rhea Chakraborty
হলফনামায় রিয়া 2G স্ক‍্যাম ও আরুশি তলওয়ার হত‍্যা মামলার উল্লেখ করে বলেন, ওই দুটি মামলাতেও আগেই অভিযুক্তদের শণাক্ত করে ফেলেছিল সংবাদ মাধ‍্যম। পরে দেখা গিয়েছিল তারা সকলেই নির্দোষ। সিবিআই তদন্তকেও বেআইনি বলে দাবি করেছেন রিয়া। ঘটনা যেহেতু মুম্বইতে ঘটেছে সেহেতু বিহার সরকারের সুপারিশে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে পারে না।
প্রসঙ্গত, আগেই রিয়া সহ মোট ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় সিবিআই এর তরফে। এরপরই রিয়া অভিযোগ করেন, যতক্ষণ না সুপ্রিম কোর্টের নির্দেশ আসছে ততক্ষণ সিবিআই তদন্ত শুরু করতে পারে না। এটা বেআইনি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।

rhea chakraborty hot and spicy pics 0
রিয়া আরও অভিযোগ করেন, সুশান্তের মৃত‍্যু হয়েছে মুম্বইতে। এমতাবস্থায় বিহার পুলিস ও সিবিআই কিকরে তদন্ত করতে পারে বলে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট গত ৫ অগাস্টই রায় দিয়েছে সুশান্ত মামলায় বিহার ও মুম্বই পুলিস উভয়ই নিজেদের মতো তদন্ত করতে পারে। তারপর এই মামলার তদন্তের ভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর এক মাস পূর্ণ হওয়াতে সোশ‍্যাল মিডিয়ায় নিজেকে অভিনেতার প্রেমিকা রূপে পরিচয় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের দাবি করেন রিয়া। এখন যখন সত‍্যি সত‍্যিই সিবিআই তদন্ত হচ্ছে এখন পাল্টা অভিযোগ করতে শুরু করেছেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর