করোনার সঙ্কটের মধ্যে ছুটি কাটাতে শিমলা গেলেন প্রিয়াঙ্কা গান্ধী

বাংলা হান্ট ডেস্কঃ জল্পনা আর নানান সমালোচনার মধ্যে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) গতকাল শিমলায় (Shimla) পৌঁছেছেন। উনি গতকাল দুপুরে শিমলায় নিজের আবাস ছরাবড়ায় পৌঁছেছেন। যদিও, উনি যাওয়ার আগেই ওনার বাচ্চারা সেখানে পৌঁছে গেছিল। উনি জেলা প্রশাসনের কাছে জেলায় প্রবেশ করার জন্য আবেদন করেছিলেন, আবেদন গৃহীত হওয়ার পর কয়েকদিনের ছুটি কাটাতে শিমলা পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। নিয়ম অনুযায়ী, এবার ওনাকে হোক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

priyanka gandhi house

প্রাপ্ত খবর অনুযায়ী, গতকাল দুপুর ১২ঃ০৫ নাগাদ উনি চণ্ডীগড় থেকে সড়ক পথে ছরাবড়া শিমলা জেলায় দাখিল হন আর এরপর তিনি সোজা নিজের আবাসে পৌঁছান। শোনা যাচ্ছে যে, ওনার দুই সন্তান ১৩ই আগস্টই সেখানে পৌঁছে গেছিল। প্রিয়াঙ্কার সন্তান সমেত ৯ জন সেখানে পৌঁছেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ২১ আগস্ট পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। যদিও এটাও শোনা যাচ্ছে যে, ৩০ আগস্ট পর্যন্ত সেখানে থাকার প্ল্যান আছে ওনার। প্রিয়াঙ্কা সেখানে জাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুমতিও নিয়েছেন।

PRIYANKA GANDHI IN SHIMLA

এর আগে ৭ আগস্ট কংগ্রেস তাঁদের রাষ্ট্রীয় মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী শিমলা যাওয়ার খবরকে ভুয়ো বলে আখ্যা দিয়েছিল। প্রিয়াঙ্কার অফিসের তরফ থেকে একটি বয়ানে বলা হয়েছিল যে, উনি শিমলা যাচ্ছেন না। এমনকি উনি শিমলা প্রশাসনের কাছে সেখানে যাওয়ার জন্য কোন অনুমতিও চান নি। উনি শুধু ওনার সন্তান আর কয়েকজন ব্যবসায়ীকে শিমলা পাঠানোর আবেদন করেছেন। প্রিয়াঙ্কার দফতরের তরফ থেকে জারি করা বয়ানে বলা হয়েছিল যে, এই বিষয়ে ইচ্ছাকৃত ভাবে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এবার প্রিয়াঙ্কা গান্ধী ছুটি কাটাতে শিমলা পৌঁছে গেছেন।

প্রিয়াঙ্কা গান্ধীর আবাস শিমলা থেকে ১৩ কিমি দূর আর সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ফুট উঁচুতে অবস্থিত। ওই আবাসকে পাহাড়ি বাড়ির মতই বানানো হয়েছে। আবাসের ভিতরে দেবদারু গাছের কাঠ দিয়ে আসবাবপত্র সাজানো হয়েছে। বাড়ির চারিদিকে সবুজ পাইনের গাছ আছে। সামনে হিমালয়ের বরফে ঢাকা পাহাড় দেখা যায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর