‘তুমি চিরকাল আমার অধিনায়ক থাকবে’ আবেগঘন বার্তা কোহলির

বাংলাহান্ট ডেস্কঃ গত পরশুদিন আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তারপরই বিভিন্ন প্রান্ত থেকে মহেন্দ্র সিং ধোনিকে নানান ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। অনেকেই দাবি করছেন তোমার অভাব কোনদিন পূরণ করা যাবেনা। ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন “চিরকাল তুমি আমার অধিনায়ক থাকবে।” এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা একটি ভিডিওতে বিরাট কোহলি লিখেছেন, ” জীবনে এমন অনেক মুহূর্তের সম্মুখীন হতে হয় যেগুলি ভাষায় প্রকাশ করা যায় না, এটাও তেমনই একটা। তুমি সব সময় বাসের পেছনের সিটে বসতে, কখনো বেশি কথা বলতে না। কিন্তু তোমার উপস্থিতি সব সময় অনুভব করতাম।”

আবেগপ্লুত কোহলি আরও বলেন, ” আমাদের দুজনের মধ্যে ভালো বোঝাপড়া থাকার সঙ্গে সঙ্গে আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম। তার মূল কারণ আমাদের দুজনের লক্ষ্য একটাই সেটা হল দলের জয়। আমি কেরিয়ারের শুরুতে তোমার মত একজন অধিনায়কের তত্ত্বাবধানে খেলতে পেরে নিজেকে ধন্য মনে করি। তুমি আমার ওপর বিশ্বাস রেখেছো, ভরসা রেখেছো, সেই কারণে তোমাকে অসংখ্য ধন্যবাদ।” এছাড়াও কোহলি বলেন তুমিই আমার অধিনায়ক।

59930655667b56e64ba5904352a8cd986d0773902f321b7e24e99d5725737286594b4b98

রোহিত শর্মা লিখেছেন “19 তারিখ আইপিএল এর ম্যাচে ধোনির সঙ্গে টস করবার অপেক্ষায় রইলাম। ধোনির স্ত্রী সাক্ষী ধোনি লিখেছেন, ” তুমি যা করেছ তার জন্য তোমার গর্ব করা উচিত। জীবনের এরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি নিশ্চয় খুব কষ্টে চোখের জল ধরে রেখেছিলে।”

Udayan Biswas

সম্পর্কিত খবর