আমিরশাহী নয় ভারতে হোক IPL, অভিযোগ দায়ের হল বোম্বে হাইকোর্টে

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতবর্ষে হু হু করে বেড়ে চলেছে করোনা ভাইরাস সংক্রমন। করোনা ভাইরাসের কারনে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে আইপিএলের আসর। আমিরশাহী নয় ভারতের মাটিতেই হোক এবারের আইপিএল এই আবেদন করে এবার বোম্বে হাইকোর্টে আবেদন দাখিল করা হল।

অভিষেক লাগোর নামে পুনের এক আইনজীবী আদালতে এক অভিযোগ দায়ের করেছেন। সেখানে বলা হয়েছে এবারের আইপিএল যদি বিদেশে আয়োজন করা হয় তাহলে সেটা দেশের জন্য বিরাট আর্থিক ও রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও তিনি উল্লেখ করেছেন আইপিএল হল বিসিসিআই এর আয়ের অন্যতম প্রধান উৎস।

1400658472dfbbabc3497c6e582e1129dd1b12f8fbe0a1e3ee49cd516ce4d93ce949d33ad

সূত্রের খবর, নিজেকে ক্রিকেটের একজন অন্ধ ভক্ত হিসাবে পরিচয় দিয়েছেন আইনজীবী অভিষেক লাগোর। বোম্বে হাইকোর্টে অভিষেক জানিয়েছেন, করোনার কারনে এমনিতেই বিশ্বের এক বেহাল দশা চলছে। এমন অবস্থায় যদি দুবাইতে আইপিএল করা হয় তাহলে এই বছর আইপিএলের ব্র্যান্ড ভ্যালু 2019 আইপিলের থেকে অনেক গুন কমে যাবে। আগামী 19 শে সেপ্টেম্বর থেকে দুবাইতে শুরু হতে চলেছে এবারের আইপিএল।


Udayan Biswas

সম্পর্কিত খবর