বাংলাহান্ট ডেস্কঃ এবার চীনকে (china) বড় ধাক্কা দিল থাইল্যান্ডও (thailand), ভারত (india) থেকে মিলিটারি ট্র্যাক আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারতের অন্যতম বড় সংস্থা টাটা মোটরস এর তৈরি এই মিলিটারি ট্র্যাকগুলি তাদের জন্য ভীষনই কার্যকরী বলে জানিয়েছে থাইল্যান্ড সরকার৷
ভারত ও চীনের মধ্যে লাদাখ সংঘর্ষের উত্তপ্ত পরিস্থিতিতে ভারত সরকার চীনের ওপর নির্ভর শীলতা কমানোর সিদ্ধান্ত নেন। দেশের প্রধান মন্ত্রী মোদি সরকার ‘আত্মনির্ভর ভারত’ এর ডাক দিয়ে জোর সওয়াল করেন ‘ভোকাল ফর লোকাল’ এর পক্ষে। এরপরেই দেশবাসী নতুন উদ্যমে স্বদেশী দ্রব্যের দিকে আকর্ষিত হয়। তারা চীনা দ্রব্য বর্জনের পাশাপাশি দেশীয় দ্রব্য তৈরি করতে শুরু করেন। এবার সেই ‘মেড ইন ইন্ডিয়া’ ট্র্যাকই নেবে থাই সরকার।
থাইল্যান্ড সরকারের তরফে চুতিনটর্ন স্যাম গঙ্গসকদী টুইট করেছেন, ‘আত্মনির্ভর ভারত: রয়্যাল থাই আর্মি ৬০০০ টির বেশি টাটা এলপিটিএ সামরিক ট্রাক করছে … এই ট্র্যাকগুলি শক্তপোক্ত এবং মেইটেন করা সহজ। কাজের জন্য উপযুক্ত. জাতির সেবার জন্য উপযুক্ত ‘। যদিও ভুল বশত পোস্টে ভারতের বদলে নাইজারের জাতীয় পতাকার ছবি দেন তিনি। পরে সেটির জন্য ক্ষমাও চেয়ে নেন
মোটরয়েডসের প্রতিবেদন অনুসারে, টাটা মোটরস দীর্ঘকাল ধরে দেশের সশস্ত্র ও আধা সামরিক বাহিনীর প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী হিসাবে কাজ করেছে। ১৯৪০ সাল থেকে ভারতের সেনাবাহিনীকে বিভিন্ন যান সরবরাহ করে থাকে টাটা মোটরস।ভারত ছাড়াও সার্ক গোষ্ঠী ভুক্ত বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ ও জাতি সংঘে মিলিটারি যানের সাপ্লাই দিয়ে থাকে টাটা মোটরস।