বিবাদের মধ্যেও মানবতার নিদর্শন! ভুল করে ভারতে ঢোকা ১৭ টি পশুকে চীনের হাতে তুলে দিলো ভারত

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনা (Indian Army) মানবতা দেখিয়ে ১৩ টি ইয়াক আর ৪ টি বাছুরকে চীনের হাতে তুলে দিয়েছে। এই পশু গুলো অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কামেং (East Kameng) এলাকায় ৩১ আগস্ট LAC এর কাছে পথভ্রষ্ট হয়ে ভারতে ঢুকে গিয়েছিল। চীনের আধিকারিকরা ভারতীয় সেনাকে এই মানবতার জন্য ধন্যবাদ জানিয়েছে। জানিয়ে দিই, ভারতীয় সেনা দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে চরম বিবাদ চলার মাঝেও এই মানবিক সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও চীনের সেনা কদিন আগেই অরুণাচল থেকে পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে বলে জানা গিয়েছে।

আরেকদিকে, আরও একবার চীনের কুকীর্তি সামনে এলো। লাদাখের পর চীন এবার অরুণাচল প্রদেশকেও (Arunachal Pradesh) নিজেদের বলে দাবি করা শুরু করেছে। চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র ঝায়ো লিজিয়ন বলেন, তাঁরা অরুণাচল প্রদেশ নিজের বলেই মানেন আর সেখান থেকে উধাও হওয়া পাঁচ জনের বিষয়ে তাঁরা কিছু জানে না।

চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র দ্য গ্লোবাল টাইমস ঝায়ো লিজিয়নের বক্তব্য সোমবার ট্যুইটে করে লেখে, ‘চীন কখনোই অরুণাচল প্রদেশকে মান্যতা দেয় নি। এটা চীনের দক্ষিণ তিব্বতীয় এলাকা।” ঝায়ো লিজিয়ন বলেন, আমাদের কাছে এখনো পর্যন্ত অরুণাচল প্রদেশ থেকে গায়েব হয়ে যাওয়া পাঁচ ভারতীয়র বিষয়ে কিছু তথ্য নেই।

অরুণাচল প্রদেশের পাঁচ যুবককে চীনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে যে, ওই পাঁচ যুবক ভারতীয় সেনার জন্য মালবাহকের কাজ করত। অপহরণ হওয়ার অরুণাচল প্রদেশের বাসিন্দাদের মধ্যে একজনের ভাই ফেসবুকে এই নিয়ে পোস্ট করে। সে জানায়, চীনের সেনা অরুণাচলের পাঁচ যুবক কে অপহরণ করে নিয়ে গেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর