গুন্ডারাজ না, রামরাজ‍্য চাই; কঙ্গনার পাশে দাঁড়ালেন সুশান্তের দিদি শ্বেতা

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) সমর্থনে এবার অবতীর্ণ হলেন সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) দিদি শ্বেতা সিং কীর্তি (shweta singh kirti)। বিএমসির (BMC) তরফে কঙ্গনার অফিস ভেঙে দেওয়ার ঘটনায় শ্বেতা বলেন, ‘গুন্ডারাজ না, রামরাজ‍্য চাই’।

সুশান্তের মৃত‍্যুর পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় বিচারের দাবিতে সরব হয়েছেন দিদি শ্বেতা। বহুবার তাঁকে দেখা গিয়েছে কঙ্গনার বক্তব‍্যের সমর্থন করতে। বুধবার বিএমসির উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী টুইট করেন, ‘আজকে ওরা আমির ঘর ভেঙেছে কাল আপনার ভাঙবে। সরকার আসবে যাবে। হিংসার সঙ্গে যদি আপোস করে নেন তাহলে সবই সামান‍্য মনে হবে। আজ একজন ব‍্যক্তি জ্বলছেন কাল হাজার হাজার মানুষের জহর হবে।’

KanganaRanaut 0
এই টুইটেই প্রতিক্রিয়া দিয়েছেন শ্বেতা।
শ্বেতা লেখেন, ‘এ কেমন গুন্ডা রাজ! এই ধরনের অবিচার চলতে দেওয়া যায়না। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হলে কি এই অবিচার শেষ হবে? আবার রাম রাজ‍্য প্রতিষ্ঠিত হোক।’ নেটিজেনরাও সমর্থন করেছেন শ্বেতাকে।

https://twitter.com/shwetasinghkirt/status/1303711039779864576?s=19

মুম্বইতে কঙ্গনা পা রাখার আগেই বিএমসির তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর অফিস। শিবসেনার বিরুদ্ধে মুখ খোলাতেই এই পরিণতি বলে মনে করছে নেটজনতার একাংশ। তবে বিএমসির বক্তব‍্য, বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল কঙ্গনার অফিসের কিছু অংশ।

বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে হাইকোর্টে আপিল করেন কঙ্গনার আইনজীবী। বুধবার বেলা ১২:৩০টা নাগাদ হওয়ার কথা ছিল সেই মামলার শুনানি। হাইকোর্ট বিএমসিকে নির্দেশ দেয় কঙ্গনার সম্পত্তি ভাঙার কাজ বন্ধ করতে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে।

কঙ্গনার আইনজীবী সংবাদ সংস্থা PTI কে জানান, আজ বিকেল ৩টের মধ‍্যে অভিনেত্রীর দাখিল করা পিটিশনের জবাব দিতে বলা হয়েছে বিএমসিকে। সকালে পিটিশন দাখিল করার সময় অফিস ভাঙার কাজে অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ দাবি করা হয়েছিল।

এই বিষয়ে আদালতে হাজির হয়ে বিএমসির আইনজীবী জানান, এই সংক্রান্ত কোনো খবর তার কাছে ছিল না। কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে তাও জানতেন না তিনি। জানা গিয়েছে, যদি বেআইনি নির্মাণ প্রমাণ না হয় তাহলে কঙ্গনার অফিস বানিয়ে দিতে হবে বিএমসিকেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর