আমাকেও গণধর্ষণ করা হয়েছে, রাহুল গান্ধী আমার কাছে কেন আসেনা? প্রশ্ন রাজস্থানে গণধর্ষণের শিকার যুবতীর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের হাথরসের ঘটনা নিয়ে গোটা দেশ বিক্ষোভের আগুনে জ্বলছে। সবাই এই ঘটনা নিয়ে নিজের মতো করে প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু এরমধ্যে এরকম অনেক নরকিয় ঘটনাই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছে। এরকমই এক ঘটনা রাজস্থানের বারান জেলা হয়েছে, সেখানে এক মহিলাকে বন্দি বানিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে।

হাথরস কাণ্ড নিয়ে রাহুল গান্ধীর সরব হওয়ার পর বারানের নির্যাতিতা মহিলা প্রশ্ন করে বলেছেন যে, রাহুল গান্ধী বারানে কেন আসছেন না? বিগত কয়েকদিন ধরে রাজস্থান থেকে মহিলাদের উপর অত্যাচারের নানান ঘটনা সামনে আসছে, কিন্তু রাজস্থানের ঘটনা গুলো নিয়ে সবাই চুপ।

নিউজ নেশনে প্রকাশিত একটি খবর অনুযায়ী, নির্যাতিতা রাহুল গান্ধীকে প্রশ্ন করে বলেছেন, ‘রাহুল গান্ধী বারানে কেন আসছেন না? রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অন্য রাজ্যে কিছু ঘটলে সেখানে চলে যান, কিন্তু ওনার নিজের রাজ্যে এরকম ঘটনা ঘটে গিয়েছে উনি একবারও খোঁজ নেননি। আমার মধ্যে আর হাথরসের মেয়েটির মধ্যে কি পার্থক্য আছে? অন্যায় তো আমার সাথেও হয়েছে। আমিও হাথরসের মেয়েটির মতই। আমি চাই আমার সাথেও ন্যায় হোক। রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী বারানে আসুক। আমার সাথে যা হয়েছে শুনুক, আর আমাকে ন্যায় পাইয়ে দিক”

এরপর নির্যাতিতা বলেন, ১ লা জুলা ২০২০ তে দুজন এসে ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেখানে তাকে একমাস একটি কামরায় বন্ধ করে গণধর্ষণ করে। শুধু ধর্ষণ করেই শান্তি পেত না ধর্ষকরা, তাঁরা রাতের বেলায় বেধড়ক মারধোরও করত।

অনেক কষ্টে নির্যাতিতা ধর্ষকদের হাত ছাড়া পায়, এরপর তিনি ৭ ই আগস্ট সীসবালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার আগ্রহ দেখায় না। নির্যাতিতা জানান, এখনো পর্যন্ত কোনও অভিযুক্তকেই গ্রেফতার করেনি পুলিশ।

Koushik Dutta

সম্পর্কিত খবর