বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান (Ram Vilas Paswan)। দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থাতার কারণে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের ছেলে, লোক জনশক্তি পার্টির জাতীয় প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান তাঁর পিতার মৃত্যু সংবাদ জানিয়েছেন।
দেশের এই মহান নেতার মৃতুতে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখরা। শুক্রবার রাম বিলাস পাসোয়ানের মরদেহ এইমস থেকে পাটনায় নিয়ে যাওয়া হয়।
#WATCH Delhi: Prime Minister Narendra Modi pays last respects to Union Minister and LJP leader Ram Vilas Paswan at the latter's residence.
The LJP leader passed away yesterday. pic.twitter.com/rDgRrHl7aT
— ANI (@ANI) October 9, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধাজ্ঞাপন
কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। সেইসঙ্গে তিনি রাম বিলাস পাসোয়ানের সঙ্গে এবং পুত্র চিরাগ পাসওয়ানের সঙ্গেও দেখা করেন।
Delhi: President Ram Nath Kovind pays tribute to Union Minister and Lok Janshakti Party (LJP) leader #RamVilasPaswan at the latter's residence. pic.twitter.com/6YpkbrBsFx
— ANI (@ANI) October 9, 2020
শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind), কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের বাড়িতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Delhi: BJP national president JP Nadda pays last respects to Union Minister and LJP leader Ram Vilas Paswan at the latter's residence.
The LJP leader passed away yesterday. pic.twitter.com/Q18dAPhm0c
— ANI (@ANI) October 9, 2020
শ্রদ্ধাঞ্জলি দিলেন জে পি নাড্ডা
কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও।
Delhi: Flags at Rashtrapati Bhavan and Parliament fly at half-mast to condole the demise of Union Minister and LJP leader Ram Vilas Paswan. pic.twitter.com/n1Aj8Cy8Si
— ANI (@ANI) October 9, 2020
প্রথমে রাম বিলাস পাসোয়ানের মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, গিরিরাজ সিং, ডাঃ হর্ষ বর্ধন এবং আরও বহু প্রবীণ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তারপর দেখান থেকে দিল্লীতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়।