২৩ রাজ্য,৮ কেন্দ্রশাসিত অঞ্চলে বিলুপ্ত ইন্টারভিউ প্রথা, সরকারি চাকরিতে আর হবে না পক্ষপাতিত্ব!

Job news : মোদি সরকারের (modi government)   মন্ত্রী জিতেন্দ্র সিং শনিবার কর্মচারী মন্ত্রকের এক বিবৃতিতে জানান যে ২৩ টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরকারি চাকরিতে নিয়োগের জন্য ইন্টারভিউ বাতিল করা হয়েছে। ২০১৬ সাল থেকেই কেন্দ্রীয় সরকার গ্রুপ-বি (অ-গেজেটেড) এবং গ্রুপ-সি পদগুলিতে নিয়োগের জন্য ইন্টারভিউ বাতিল করবার সিদ্ধান্ত নিয়েছিল।

8662 job

২০১৫ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখিত পরীক্ষার ভিত্তিতে চাকরিতে নিয়োগের কথা বলেছিলেন৷ কারণ যখনই কোনও ইন্টারভিউ এর কল আসে একজন প্রার্থী, তাঁর পুরো পরিবার আশঙ্কা ও উদ্বেগের সাথে বিরক্তও হয়। তাই তিনি ইন্টারভিউ পুরোপুরি বাতিল করার প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রীর পরামর্শে পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বিভাগ (ডিও পিটি) একটি সাথে সাথেই মহড়া শুরু করে এবং জানুয়ারি ২০১৬ থেকে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগে ইন্টারভিউ বাতিল করা হয়। মহারাষ্ট্র ও গুজরাতের মতো কয়েকটি রাজ্যও এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য তৎপর ছিল। তবে বহু রাজ্যই সহমত পোষন করে নি সেই সময়।

কেন্দ্রী মন্ত্রী আরো বলেন, কিছু রাজ্য সরকারকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার পর, আজ জম্মু – কাশ্মীর ও লাদাখ সহ ভারতের আটটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এবং দেশের ২৮ টির মধ্যে ২৩ টি রাজ্যে ইন্টারভিউ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। তিনি আরো জানান, অতীতে ইন্টারভিউতে নিজেদের পছন্দের লোক নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল। এবার আর সেই অভিযোগ উঠবে না বলেই জানিয়েছেন তিনি।

 

সম্পর্কিত খবর