কাগজ দেখানোর আগে দরজা দেখাব, নাড্ডাকে একহাতে নিয়ে বললেন মহুয়া মৈত্র

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আগামী বিধানসভার নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সোমবার নাগরিকতা সংশোধন আইন নিয়ে বড় বয়ান দিয়েছেন। উনি বলেন, খুব শীঘ্রই রাজ্যে সিএএ লাগু করা হবে। আরেকদিকে, তৃণমূল কংগ্রেস এই নিয়ে ওনাকে পাল্টা আক্রমণ করেছে।

তৃণমূল (All India Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ট্যুইট করে এই বিষয়ে জেপি নাড্ডাকে (JP Nadda) কটাক্ষ করেছেন। উনি ট্যুইট করে লিখেছেন, ‘জেপি নাড্ডা বলছেন রাজ্যে খুব শীঘ্রই সিএএ লাগু করা হবে। শুনে নাও বিজেপি, আমরা তোমাদের কাগজ দেখানোর আগে দরজা দেখিয়ে দেব।”

জানিয়ে দিই, সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শিলিগুড়িতে একটি বৈঠকে মমতা সরকারের উপর আক্রমণ করেন। উনি বলেন, আমাদের নীতি সবার উন্নয়ন করা। জেপি নাড্ডা বলে, খুব শীঘ্রই সিএএ লাগু করা হবে। করোনার মহামারীর কারণে এই প্রক্রিয়া অনেকদিন ধরে স্থগিত আছে।

তিনি বলেন, আপনারা সবাই সিএএ এর লাভ পাবেন। অনেকদিন আগেই সংসদের দুটি সদনেই এই বিল পাশ হয়ে গিয়েছে। মহামারীর কারণে এই আইন লাগু করায় কিছু সমস্যা দেখা দিয়েছে। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে এখন, তাই খুব শীঘ্রই এই আইন লাগু করা হবে। সরকার এই আইন লাগু করার জন্য প্রতিবদ্ধ।

Koushik Dutta

সম্পর্কিত খবর