সালমান খান (salman khan) সঞ্চালিত বিগ বস ১৪ তে রিয়া চক্রবর্তীর (rhea Chakroborthy) ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে এই মুহুর্তে জল্পনা তুঙ্গে। মাদক মামলায় রিয়া বর্তমানে জামিনে জেলের বাইরে রয়েছেন। রিয়ার নষ্ট ইমেজ ফের উদ্ধারের জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর। পাশাপাশি আর্থিক ভাবেও বিপর্যস্ত রিয়া, সেটিও তার বিগ বিসের ঘরে যাওয়ার অন্যতম কারন বলে শোনা যাচ্ছে। কিন্তু রিয়া চক্রবর্তী কি আদেও বিগ বসের ঘরে প্রবেশ করতে পারবেন? জেনে নিন আসল সত্যি
অন্যদিকে টিভি অভিনেতা সুরজ কাক্কর দাবি করেছেন যে সুশান্ত ও রিয়ার জীবনের সত্যতা কী তা জানতে রিয়ার প্রবেশ বিগ বসে হওয়া উচিত। সুরজ বলেন যে বিগ বসের ঘরে ক্যামেরা রয়েছে। যা ২৪ ঘন্টা প্রতিযোগিদের নজরে রাখে। রিয়া এই রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করলে, দর্শক যেমন লোকেরা জানতে পারবে রিয়া চক্রবর্তী আসলে কেমন। তেমন সুশান্ত সম্পর্কে নানান গোপন তথ্য প্রকাশ হবে।
যদিও বিগবসের এই মরসুমে রিয়ার অংশগ্রহণ খুব কঠিন। সুশান্তের হত্যা মামলা এখনও শেষ হয়নি। রিয়ার বিরুদ্ধে ড্রাগসের একটি মামলাও রয়েছে। এমন পরিস্থিতিতে রিয়ার পক্ষে এখনই কোনও রিয়েলিটি শোয়ের অংশ হওয়া সম্ভব নয়।
পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্তের ফ্যানেরা রিয়ার ওপর খুবই রেগে আছে। এমন পরিস্থিতিতে বিগ বস শোতে রিয়াকে নিয়ে আসা খুবই খারাপ হতে পারে শো এর নির্মাতাদের জন্য। এমনিতেই একাধিক বিতর্কিত ব্যাপারে বার বার নেটজনতা এই শোকে বয়কট করবার ডাক দিয়েছ। এরপর রিয়া আসলে যদি দর্শকরা সত্যি এই শো বয়কট করে তবে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে নির্মাতারা।