বাংলা হান্ট ডেস্ক: কদিন আগেই নতুন দল গড়ে প্রত্যক্ষ রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছেন সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। আর আজ তাঁর রাজনৈতিক পরামর্শদাতা তামিলারুভি মনিয়ান জানিয়ে দিলেন, আগামী তামিলনাড়ুর বিধানসভা ভোটে প্রতিটি আসনে লড়বে থালাইভার নতুন দল। পাশাপাশি তিনি জানান, রজনীকান্তের নতুন দল আধ্যাত্মিক রাজনীতি করবে ও কারোর সমালোচনা করবে না।
তামিলারুভি আজ ঘোষণা করেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে আমরা ২৩৪টি আসনের সবকটিতেই প্রার্থী দেব। এখন যে ধরণের ঘৃণার রাজনীতি চলছে, সেরকম নয়। আমরা আধ্যাত্মিক রাজনীতি করব।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিজে নতুন রাজনৈতিক দলের কথা ঘোষণা করেন সুপারস্টার রজনীকান্ত।
We will contest on all 234 seats in next Assembly elections. Our politics will be spiritual politics unlike the politics of hatred, currently being practised. We will not slam anybody: Tamilaruvi Manian, political advisor of actor Rajinikanth in Chennai pic.twitter.com/LhMN64w9tb
— ANI (@ANI) December 5, 2020
https://platform.twitter.com/widgets.js
অন্যদিকে, সিনেমা জগৎ ছেড়ে থালাইভার এই রাজনীতিতে আসাকে কটাক্ষ করেছে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলির দাবি, রজনীকান্ত তামিল রাজনীতিতে সফল হবেন না। ‘তামিল রাজনীতি গড়ে উঠেছে দ্রাবিড়ীয় সংস্কৃতির ওপর। রজনীকান্ত এককভাবে সফল হতে পারবেন না। ওনাকে হয় এআইএডিএমকে বা ডিএমকের হাতই ধরতে হবে। আর উনি আগেই জানিয়েছেন ওনার রাজনৈতিক ভাবধারার সঙ্গে বিজেপির ভাবধারার কিছু মিল আছে। ফলে ওনার দলের বড় কিছু করার সম্ভাবনা অন্তত তামিলনাড়ুতে নেই’, বলেন সেরাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধান।