বাংলাহান্ট ডেস্ক: টুইটারে মাঝে মাঝেই কোনো না কোনো বলিউড তারকার মধ্যে বিবাদ লাগতে দেখা যায়। এবার টুইট (tweet) যুদ্ধে জড়ালেন পরিচালক অনুরাগ কাশ্যপ (anurag kashyap) ও অভিনেতা অনিল কাপুর (anil kapoor)। একে অপরের কেরিয়ার নিয়েও বিদ্রূপ করতে দেখা গিয়েছে দুজনকে। এমনকি অনিল কাপুরের অস্কার জেতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অনুরাগ।
এসব কিছু শুরু হয় অনিল কাপুরের একটি টুইট দিয়ে। ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’এর প্রশংসা করে অভিনেতা টুইট করেন,’আমি একবার বলেছি, আমি আবারো বলব কারণ তাদের এটা প্রাপ্য। দিল্লি ক্রাইম টিমকে শুভেচ্ছা। আমাদের আরো লোকেদের আন্তর্জাতিক খ্যাতি পেতে দেখে ভাল লাগে।’
অনিলের এই টুইট নজর এড়ায়নি পরিচালক অনুরাগ কাশ্যপের। অভিনেতাকে তীব্র কটাক্ষ করে তিনি পালটা টুইট করেন, ‘ভাল লাগে কিছু উপযুক্ত মানুষদের আন্তর্জাতিক খ্যাতি পেতে দেখে। তা, আপনার অস্কার কোথায়? নেই? আচ্ছা.. মনোনয়ন?’
I've said it once and I'll say it again because they absolutely deserve it! Congratulations to the #DelhiCrime team! Nice to finally see more of our people get international recognition. @ShefaliShah_ #WelcomeToHollywood
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
চুপ থাকার পাত্র নন অনিল কাপুরও। পালটা পরিচালককে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘অস্কার জেতার সবথেকে কাছাকাছি তুমি এসেছ শুধু টিভিতে স্লামডগ মিলিয়নেয়ারকে অস্কার জিততে দেখে।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘তুমসে না হো পায়েগা’। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে পুরস্কার হাতে নিয়ে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি।
The closest you have come to an Oscar is watching Slumdog Millionaire win Oscars on TV. #TumseNaHoPayega https://t.co/sZzCDhVvAA pic.twitter.com/YhZHKrEFfO
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
পালটা অনুরাগ অনিলকে প্রশ্ন করেন, এই ছবির জন্য তো তিনি দ্বিতীয় পছন্দ ছিলেন নির্মাতাদের। উল্লেখ্য, প্রথমে এই চরিত্রের জন্য শাহরুখ খানকে পছন্দ করেছিলেন ছবি নির্মাতারা। এর উত্তরে অভিনেতা লেখেন, ‘কাজ হল কাজ। তোমার মতো কাজ খোঁজার সময় মাথার চুল তো ছিঁড়তে হয় না।’
Hand-me-down or pick-me-up: I don’t care. Work is work. Tumhare jaise kaam dhoondte waqt baal toh nahi nochne padte. #actorlife https://t.co/bEu9TJFjNt
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
এতেও দমেননি পরিচালক। অনিলের কমেন্টকে হাতিয়ার করেই তিনি লেখেন, ‘স্যার আপনি চুলের কথা তো বলবেনই না। এর জন্যই তো আপনি ছবিতে কাজ পান।’ তবে টুইটার যুদ্ধে এরপরেই ইতি টানেন অনিল কাপুর। তিনি লেখেন, ‘আমার একটাই দুঃখ তোমার সঙ্গে একটা ছবি করতে আমি রাজি হয়েছিলাম। তবে চিন্তা কোরো না। শেষ হাসিটাও আমিই হাসব।’
Beta, you need serious skills to have a career like mine. Aise hi nahi chal rahi humari gaadi 40 saal se. #TheRealAK https://t.co/jsKErOnbUi
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
The only reason why I’m crying is because I agreed to do this film with you. But don’t worry, I’m going to have the last laugh. #gameon https://t.co/aikOJvjkRE
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
প্রসঙ্গত, অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপের আগামী ছবি ‘AK Vs AK’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। দুজনের মধ্যে জোর লড়াই দেখা যাবে এই ছবিতে। এমনকি দুজনের মধ্যে এই টুইটার যুদ্ধও ওই ছবির প্রমোশন বলেই মনে করা হচ্ছে।