২৭ দিন বন্ধ থাকবে দেশের সমস্ত মদের দোকান, জেনে নিন তালিকায় থাকছে কোন কোন দিন

বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ সালটা শুরু থেকেই অনেক অশুভ বার্তা নিয়ে এসেছিল। প্রথম থেকেই মানুষজন নানারকম সমস্যার মুখোমুখি হয়েছিল। আর তারপর মার্চ মাস থেকে যে লকডাউন শুরু হয়েছিল, তার প্রভাব এখনও বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। মহামারি করোনা ভাইরাস মানুষের জীবনকে একপ্রকার অতিষ্ঠ করে তুলেছে। তবে নতুন আসতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। নতুন বছরে নতুন ক্যালেন্ডার দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে।

নতুন বছরের ক্যালেন্ডার মানুষ হাতে পেয়েই প্রথমে চোখ রাখে ছুটির তালিকার দিকে। তবে ২০২১ সালে এমন কিছু ছুটির দিন রয়েছে, সুরাপ্রেমী মানুষদের কাছে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ চলতি বছরে লকডাউনের মধ্যে মদের দোকানে (Liquor store) যেভাবে উপছে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল, তাতে করে বেশ কিছু রাজ্যের অর্থ ভাণ্ডার বেশ সমৃদ্ধ হয়েছিল। তবে এখন সবকিছুই স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তাই মানুষের এখন চোখ গিয়েছে ২০২১ সালের নতুন ক্যালেন্ডারে বেশ কয়েকদিন ‘‌ড্রাই ডে’‌ (Dry Day) থাকছে, কারণ আগে থাকতেই তা মজুত রাখতে হবে যে।

112103019 gettyimages 1211679775 594x594 1

তবে তালিকায় যেসকল দিন নির্ধারিত করা হয়েছে, সেইসকল দিন কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে পরিবর্তীত হলেও, কিছু কিছু দিন গোটা দেশের ক্ষেত্রে একই দিন থাকছে।

বছরের প্রথম থেকেই শুরু করছি। জানুয়ারি মাসে তিন দিন বন্ধ থাকবে মদের দোকান। ১৪, ২৬, ৩০ তারিখ বন্ধ থাকবে।

ফেব্রুয়ারী মাসে বন্ধ থাকবে ১৯ ও ২৭ তারিখ, অর্থাৎ ২ দিন।

মার্চ মাসে ৮, ১১, ১৯ তারিখ অর্থাৎ ৩ দিন বন্ধ থাকবে মদের দোকান।

এপ্রিল মাসে মদের দোকান বন্ধ থাকবে ৪ দিন, অর্থাৎ ২, ১৪, ২১, ২৫ তারিখ।

মে মাসে নির্ধারিত করা হয়েছে ১২ এবং ১৩ তারিখ, অর্থাৎ ২ দিন।

liquor store eps

জুলাই মাসে ১ দিন বন্ধ থাকবে মদের দোকান, শুধুমাত্র ২৪ শে জুলাই।

আগস্ট মাসে ১০, ১৫, ৩০ তারিখ বন্ধ থাকবে মদের দোকান অর্থাৎ ৩ দিন।

সেপ্টেম্বরের ১০ তারিখ মদের দোকান বন্ধ থাকবে।

অক্টোবর মাসে ৪ দিন অর্থাৎ ২, ১৫, ১৮, ২০ তারিখ বন্ধ থাকবে।

নভেম্বর মাসে  ৪, ১৪, ১৯ তারিখ অর্থাৎ ৩ দিন বন্ধ থাকবে মদের দোকান।

ডিসেম্বর মাসে শুধুমাত্র ২৫ তারিখ বন্ধ থাকবে মদের দোকান।


Smita Hari

সম্পর্কিত খবর