বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার, ১০ নভেম্বর বারুইপুর জেলা পুলিসের উদ্যোগে আদিবাসী ছেলে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে যোগদান করলেন তৃণমূল (tmc) সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। বারুইপুরের পুলিস জেলার উদ্যোগে নরেন্দ্রপুর থানার অন্তর্গত পৈলান গ্রামে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়।
এই অনুষ্ঠানে গিয়ে শুধুমাত্র প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনই নয়, বল পায়ে রীতিমতো মাঠে নেমে পড়লেন মিমি। আদিবাসী ছেলে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ফুটবল খেলতে দেখা গেল তাঁকে। বারুইপুর জেলা পুলিসের পুলিস সুপার জানান এখানকার আদিবাসী ছেলে মেয়েরা যাতে যথাযথ প্রশিক্ষণ পেয়ে কলকাতা ডিভিশনে সুযোগ পায় তার জন্যই এই প্রশিক্ষণ কেন্দ্র।
অপরদিকে এই দিনেই পাটুলির মেলা ময়দানে তৃণমূলের দুয়ারে দুয়ারে কর্মসূচিতেও উপস্থিত হন মিমি। উপভোক্তা লাইনে দাঁড়ানো মানুষজনদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাতে তুলে দেন স্বাস্থ্যসাথীর কার্ডও। এক বৃদ্ধাকেও হাত ধরে সাহায্য করতে দেখা যায় সাংসদ মিমিকে।
https://www.instagram.com/p/CInkynPBLoC/?igshid=1p1r2gfj5qmud
https://www.instagram.com/p/CInuYUDh3w0/?igshid=10m76k7z9vigz
এর আগে বারুইপুরে বিজয়া সম্মীলনীতে উপস্থিত হতে দেখা গিয়েছিল তৃণমূলের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীকে। বারুইপুর নিউ ইন্ডিয়ান ক্লাবের এ বছরের বিজয়া সম্মীলনীতেই অংশ গ্রহণ করেন সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।
https://www.instagram.com/p/CInnGOqB05C/?igshid=17040w99bfze8
এদিন মিমিকে দেখা যায় হালকা সবুজ রঙা কুর্তিতে। সঙ্গে ছিল মানানসই মাস্ক। মিমিকে দেখতে কার্যত ঢল নেমেছিল জনতার। গাড়ি থেকে বেরিয়ে উপস্থিত মানুষজনদের উদ্দেশে হাসি মুখে হাত নাড়েন তিনি। বারুইপুর নিউ ইন্ডিয়ান ক্লাব গ্রাউন্ডে মিমির জন্য প্রস্তুত ছিল মঞ্চ। জনতার সামনে নিজের বক্তব্য রাখেন মিমি। তৃণমূলের নয়া কর্মসূচী ‘দুয়ারে দুয়ারে সরকার’এর সুযোগ সুবিধা সম্পর্কেও জানান জনতাকে।