বিয়ে বা প্রেমে বার বার আসছে বাধা? প্ৰয়োগ করুন কয়েকটি নিয়ম, এক নিমেষে পাবেন সমাধান

লিখনে – জ্যোতিষী দেবকন্যা সুভাষিনী

জীবনের সমস্যা কাটাতে হোক কিংবা জীবনে ভালো সময়ের বিষয়ের জানতে, আমরা অনেক সময় জ্যোতিষশাস্ত্রের (Astrology News) সাহায্য নিয়ে থাকি। জ্যোতিষশাস্ত্রের মধ্যে

বশীকরণ নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন বা হাসি মজা আসে। আসলেই কিন্তু আমরা যাকে ইচ্ছা হবে, তাঁকে বশীকরণ করতে পারি না। তার জন্য কিছু কন্ডিশন আছে যেমন, আমার কাউকে ভালোলাগলেই আমি তাকে বশীকরণ বা আকর্ষণ করতে পারবো না। সেক্ষেত্রে তার ও যে আমাকে ভালো লাগতে বা ভালোবাসতে হবে তা একদমই নয়। তাহলে তো বশীকরণ এর দরকারই হবে না। কিন্তু তার আমাকে চেনাটা খুব জরুরি। তার mind এ আমি আছি কিনা সেটা জরুরি। সে আমার মুখ আমার নাম শুনলেই চিনবে কিনা সেটাও জানা জরুরি। এক পাড়া, এক ফ্যামিলি, বন্ধু বান্ধব, এক বাড়িতে থাকা বা আত্মীয়দের ভিতর চেনা বা কথা বার্তা হওয়াটা জরুরি।

nlnsffs

এছাড়া যাকে আকর্ষণ বা বশীকরণ করবেন তার কিছু ব্যবহৃত জিনিস জরুরি। আবার হতে পারে ভালোবাসা ছিল কিন্তু breakup হয়ে গেছে সেক্ষেত্রে কতদিন হয়েছে সেটা জরুরি। আরেকটা কথাও খুব জরুরি সেটা হল বশীকরণ মানেই কিন্তু বশ করে ভেড়া বা ছাগল করা নয়। তেঁতো সম্পর্ক কে মধুর সম্পর্কে পরিণত করা। অনেকের ভাঙা সংসার এবং ভাঙা সম্পর্ক আবার সুন্দর ভাবে জুড়ে দেওয়া গেছে বশীকরণ প্রয়োগের মাধ্যমে। আর সচেতন হোন, বোকা বা মূর্খ নয়। আর যারা সম্পর্ক নিয়ে কষ্ট পাচ্ছেন বেশিদিন হয়নি সম্পর্ক ভেঙে গেছে বা 3rd person এর প্রবেশ তারা এই টোটকাটা প্রয়োগ করে দেখুন। বিশ্বাস ও ভক্তিতে তো মাটির প্রতিমাতেও প্রাণ আনা যায়। তাই বিশ্বাসের সাথে করুন, অবশ্যই উপকার পেলে watsapp করে জানাবেন।

ভালোবাসা ছাড়া মানুষের জীবনে যে শূন্যতা বয়ে আসে সেখান থেকে বাঁচার জন্য মানুষ আবার ভালোবাসা কেই আঁকড়ে ধরতে গিয়ে আবার ভালোবাসা করে বসেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সেই ভালোবাসাও জীবন থেকে চলে যায়। আবার ও নেমে আসে শূন্যতা, অবসাদ, হতাশা। এরকম বার বার গড়া আবার বার বার ভাঙা এটি শুধু প্রেমের ক্ষেত্রে নয়। বিবাহের ক্ষেত্রে ও দেখা যায়। কারণ একটাই গ্রহ নক্ষত্র, এদের মারপ্যাচ এই আমাদের জীবনে দুঃখ কষ্টের পাহাড় নেমে আসে বারবার, অনবরত।

আজকে আমি বিয়ে নিয়ে নয়, প্রেম নিয়ে একটি টোটকা বলবো, যাদের সদ্য সদ্য অর্থাৎ 6মাস বা 3মাসের মধ্যে breakup হয়েছে, প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা আপনারা এই টোটকাটি ব্যবহার করতে পারেন। এর বেশি সময় আগে যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে তবে এই টোটকা তাদের জন্য ফল দেবে না।

যেকোনো শুক্রবার বা রবিবার, (আগের দিন নিরামিষ খেয়ে থাকবেন) সকাল 6টা থেকে 8টার মধ্যে ক্রিয়া টি সম্পন্ন করতে হবে। অবশ্যই না খেয়ে মাথা ঘষে স্নান করে ধোয়া সুতির সাদা বা হলুদ বস্ত্র পরে। উপকরণ গুলি শুনে নেওয়া যাক (একটি ভোজ্যপত্র/একটি ছোটো এলাচ/একটি ডালিম গাছের ডাল/একটি পান পাতা/কম্বলের আসন/একটু আলতা/ সুগন্ধি তেল/কর্পূর/ধুনুচি বা মাটির পাত্র)।

bvbkbkb

সকালে ঘুম থেকে উঠে কারোর সাথে কথা না বলে স্নান করে ধোয়া সাদা বস্ত্র পরে কম্বলের আসনে বসে পূর্ব দিকে মুখ করে একটি ভোজ্যপত্রে লাল আলতা দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে যন্ত্রম টি আঁকতে হবে। যেখানে সাদা চিহ্ন আছে সেখানে নিজের নাম লিখতে হবে, যেখানে হলুদ চিহ্ন আছে সেখানে প্রেমিক/প্রেমিকার নাম লিখতে হবে। যেখানে কমলা চিহ্ন আছে সেখানে তার পিতার নাম লিখতে হবে। যন্ত্রম টি আঁকা হলে একটি এলাচ বাহাতে নিয়ে মনে মনে সংকল্প করে আপনার নামের ওপর রাখতে হবে। সংকল্পটি হবে আপনি আপনার ভালোবাসার মানুষ টির নাম নিয়ে বলবেন আপনি তাকে আবার আপনার জীবনে ফিরে পেতে চাইছেন। এলাচ টি রাখার পরে একটি পান পাতা দিয়ে ভোজ্যপত্র টি কে মোড়াতে হবে।

এরপর আবার বা হাতে ধরে তিনবার আবার সংকল্প করতে হবে। যখন ক্রিয়া টি করবেন তখন মনে মনে ভালোবাসার মানুষ টির মুখ কল্পনা করতে হবে এবং যখন সংকল্প করবেন তখন ও মনে মনে চোখ বন্ধ করে ভালোবাসার মানুষ টির মুখ চিন্তা করবেন। মনে যেন তখন অন্য কোনো চিন্তা না আসে। পুরো ক্রিয়া টি শেষ হলে একটি ধুনুচি বা মাটির পাত্রে কর্পূর সহ অগ্নি সংযোগ করে ভোজপত্র টি কে সুগন্ধি তেলে ডুবিয়ে পোড়াতে হবে। পোড়ানোর সময় অবশ্যই মনে মনে চিন্তা করতে হবে আমার ভালোবাসার মানুষ টি আমার কাছে ফিরে আসছে বা আমার কাছে ফিরে আসার জন্য ছটফট করছে। এইভাবে 6টি শুক্রবার বা রবিবার ক্রিয়াটি এক ই প্রক্রিয়া তে করে যেতে হবে। সেদিন ও নিরামিষ খাবার খেতে হবে। সৎ উদ্দেশ্য নিয়ে ক্রিয়া টি করবেন নতুবা ক্ষতি আপনারই হবে।

আপনার জীবনের যেকোনো সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী দেবকন্যা সুভাষিনীর সাথে, বুকিং করতে এক্ষুনি
কল করুন – 8100211211 ,
Visit – astrologerdebkanyasuvashini.com
Facebook- Astrologer Debkanya Suvashini

Smita Hari

সম্পর্কিত খবর