ছেলেকে হারিয়েছেন ছ’মাস আগে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুশান্তের বাবা

বাংলাহান্ট ডেস্ক: ছেলেকে হারিয়েছেন ছয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে। সেই শোকের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই হৃদরোগে আক্রান্ত হলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) বাবা কে কে সিং। হাসপাতালে তাঁর চিকিৎসাধীন ছবি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

তারকা ফটোগ্রাফার ভাইরাল ভয়ানি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সুশান্তের বাবা কে কে সিং এর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, মাথায় টুপি ও পরনে হাসপাতালের পোশাক রয়েছে তাঁর। সার্জিক‍্যাল মাস্ক ঝুলছে গলায়। হাসপাতালের বেডে আধশোয়া অবস্থায় রয়েছেন তিনি। বেডের দু পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও মীতুও। বোঝা যাচ্ছে, বাবা এখন আগের থেকে সুস্থ রয়েছেন।

Father of Sushant Singh Rajput challenges Mumbai Police Commissioner
ফরিদাবাদের এশিয়ান হাসপাতালে ভর্তি রয়েছেন কে কে সিং। ছবি শেয়ার করে ক‍্যাপশনে ভাইরাল ভয়ানি লিখেছেন, ‘হৃদপিন্ডের সমস‍্যার কারণে ফরিদাবাদের এশিয়ান হাসপাতালে ভর্তি রয়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা। ওঁর দ্রুত সুস্থতার জন‍্য প্রার্থনা করুন।’

ছবিটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। সুশান্ত অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্স। সকলেই তাঁর দ্রুত সুস্থতার জন‍্য প্রার্থনা করেছেন। সেই সঙ্গে সুশান্তের বিচারের জন‍্যও দাবি জানিয়েছেন।

https://www.instagram.com/p/CJAYGqxnMT5/?igshid=wbhektmewzja

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর কেটে গিয়েছে ছয় মাসেরও বেশি সময়। কিন্তু এখনো তাঁর মৃত‍্যু রহস‍্য উদঘাটন করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেনি সিবিআই। এমনকি সুশান্তের মৃত‍্যু রহস‍্য নিয়ে আগে যে উত্তেজনা ছিল তাও অনেকাংশে স্তিমিত হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সুশান্তের বন্ধু বিশাদ প্রয়াত অভিনেতার হলিউড যাওয়ার পরিকল্পনা সম্পর্কে মুখ খোলেন। তিনি বলেন, আগামী যে যে ছবির কথা সুশান্ত ইতিমধ‍্যেই দিয়ে দিয়েছিলেন সেই সব ছবি চটজলদি শেষ করে ২০২০তে হলিউডে পাড়ি দেবেন বলে ঠিক করেছিলেন তিনি।

এমনকি তাঁকে নিজের পরিকল্পনার খসড়াও সুশান্ত দেখিয়েছিলেন বলে জানান বিশাদ। সেই পরিকল্পনায় রস অ্যাঞ্জেলসে নিজের একটি বাড়ি তৈরির কথা ভেবে রেখেছিলেন প্রয়াত অভিনেতা। একা থাকতে পারতেন না সুশান্ত, এমনি জানান বিশাদ।

Niranjana Nag

সম্পর্কিত খবর