স্বপ্নের প্রেমিকের কথা ভেবে লজ্জায় রাঙা তৃণা, কনের সাজে ফুলশয‍্যার বিছানাতেই নাচলেন অভিনেত্রী! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম তৃণা সাহা (trina saha)। তাঁর আরো একটি পরিচয় রয়েছে, তিনি নীল ভট্টাচার্য্যের হবু স্ত্রী।  আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে। তার আগেই অবশ‍্য ‘খড়কুটো’ সিরিয়ালে নিজের বিয়েতে জমিয়ে নেচে চলেছেন তৃণা।

তবে এই বিয়ে তাঁর নিজের নয়, বরং তাঁর অভিনীত চরিত্র গুনগুনের। এর আগে কনের সাজে সেজে তুমুল নাচতে দেখা গিয়েছিল তৃণাকে। বাদ দিলেন না ফুলশয‍্যাও। ঘুম ভেঙে উঠে বিছানায় বসেই নাচতে শুরু করে দিলেন নতুন কনে। সেই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

IMG 20201221 161103
ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন বৌয়ের সাজে একেবারে পরিপাটি সেজে ঘুম থেকে উঠছেন তৃণা। তারপরেই সারারাত স্বপ্নে আসা প্রেমিকের কথা ভেবে লজ্জায় রাঙা হয়ে নাচতে শুরু করছেন। নেহা কক্করের জনপ্রিয় গান ‘নেহু দা বিয়াহ’ এর তালে নাচতে দেখা গিয়েছে তৃণাকে।

https://www.instagram.com/p/CI7SYANByNx/?igshid=6d0nb2ey33ec

এর আগে নিজের গার্লস গ‍্যাংয়ের সঙ্গে ব‍্যাচেলরেট পার্টিতে চুটিয়ে নাচতে দেখা গিয়েছিল তৃণাকে। পুরোটাই সিনেমার নাচের দৃশ‍্যের মতোই প্ল‍্যান করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয় হিন্দি গানের সুরে নাচতে দেখা গিয়েছিল তাঁদের। তবে সবার মধ‍্যমণি অবশ‍্যই তৃণা নিজে। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয় সেই ভিডিও।

https://www.instagram.com/p/CI5QZ9hh3BT/?igshid=d9enwha92glk

তার আগে মাথায় টিকলি, সিঁথিতে সিঁদুর, জিন্স ও সোয়েটার পরে মর্ডান কনের সাজে চটুল হিন্দি গানে তুমুল নাচ নাচতে দেখা যায় তৃণাকে। সেই ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল মুহূর্তে।জনপ্রিয় হিন্দি গান ‘ধাতিন নাচ’এর তালে চুটিয়ে কোমর দোলাতে দেখা যায় তৃণাকে।

https://www.instagram.com/p/CI2N2gMBk10/?igshid=g76q98999pfw

প্রসঙ্গত, আগামী ৯ জানুয়ারি সঙ্গীত অনুষ্ঠান নীল ও তৃণার। সেই অনুষ্ঠানে নাচার জন‍্য জোর কদমে প্র‍্যাকটিস শুরু করে দিয়েছেন দুজনেই। জানা গিয়েছে, বলিউডি কায়দাতেই রুফটপ লাউঞ্জে হবে সঙ্গীত। তৃণার সিরিয়াল খড়কুটো ও নীলূর সিরিয়াল কৃষ্ণকলি দুই টিমই পারফর্ম করবে সেদিন। এইদিনই হচ্ছে নীল তৃণার এনগেজমেন্টও। এমনটাই জানিয়েছেন তৃণা সাহা।

তবে বিয়েটা একেবারেই বাঙালি কায়দাতেই হতে চলেছে। ৩রা ফেব্রুয়ারি দুজনের আইবুড়োভাত পর্ব‌ সেই সঙ্গে তৃণার মেহেন্দি অনুষ্ঠান। এইদিন অরিত্র বন্দ‍্যোপাধ‍্যায়ের পারফরম‍্যান্সও থাকবে বলে জানা গিয়েছে। মেহেন্দি ও সঙ্গীতে ইন্দো ওয়েস্টার্ন সাজে সাজতে চলেছেন তৃণা।

Niranjana Nag

সম্পর্কিত খবর