জল্পনার অবসান, সৌরভ নিজেই জানালেন রাজ্যপালের সাথে দেখা করার কারণ

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাহলে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কি এবার রাজনৈতিতে পা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এটাই ছিল বড় প্রশ্ন। এর আগেও অনেকবার সৌরভের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নানান জল্পনা উঠেছিল। আর আজকে রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাৎ সেই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করল।

sourav ganguly 4587

যদিও রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এখনো পর্যন্ত মুখ খোলেন নি। আরেকদিকে, বিজেপির শীর্ষ নেতৃত্বরাও এই নিয়ে কিছু জানান নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভিতরে ভিতরে অনেক কিছুই চলতে পারে, তবে এটা ভোটের আগে প্রকাশ্যে আসবে না। কিছুদিন আগে অমিত শাহ বঙ্গ সফরে এসে বলেছিলেন যে, বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। ওনার এই বক্তব্যের পর সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা আরও বেড়ে যায়।

বিজেপির মহিলা মোর্চা দ্বারা আয়োজিত দুর্গা পুজোর অনুষ্ঠানে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল। সেই সময়ও সৌরভের রাজনীতিতে যাওয়া নিয়ে জল্পনা উঠেছিল। যদিও তখন সেই বিষয়ে মুখ খোলেন নি মহারাজ। আরেকদিকে, তিনি আবার বিষয়টি পুরোপুরি উড়িয়েও দেন নি। আজ রাজভবনে সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সাথে সাক্ষাৎ করার কথা ছিল মহারাজের। তিনি নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে যান।

আজ প্রায় দেড় ঘণ্টা রাজ্যপালের সাথে বৈঠক করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর তিনি সাংবাদিকদের জানান, ‘জগদীপ ধনখড় রাজ্যপাল হওয়ার পর ওনার সাথে সাক্ষাৎ হয়নি। এই কারণে রাজভবনে ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। উনি কোনদিনও ইডেনে যাননি। এই কারণে ওনাকে আজ ইডেন ডেখাতে নিয়ে জেতাম। কিন্তু আজ ইডেনে প্র্যাকটিস থাকার কারণে ওনাকে নিয়ে যেতে পারিনি। আগামী সপ্তাহে ওনাকে ইডেনে নিয়ে যাব।”

এরপর সাংবাদিকরা ওনাকে যখন জিজ্ঞাসা করেন যে, এটা কি নেহাতই সাক্ষাৎপর্ব ছিল না অন্য কিছু? তিনি হেসে উত্তর দেন, ‘এটা সৌজন্য সাক্ষাৎ মাত্র। দয়া করে কোনও জল্পনা করবেন না।”


Koushik Dutta

সম্পর্কিত খবর