বিয়ের আগেই ছোট্ট হানিমুন, হিমাচলে স্নো ফলের মধ‍্যে একে অপরকে জাপটে ধরলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বাংলাহান্ট ডেস্ক: আগামী বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)। টলিউডের এই মিষ্টি তারকা জুটি সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন। কিছুদিন আগেই নতুন সংসারের জন‍্য এক ঝাঁ চকচকে নতুন ফ্ল‍্যাট কিনেছিলেন অঙ্কুশ। আর এবারে ঐন্দ্রিলাকে নিয়ে সোজা চলে গিয়েছেন ভ‍্যাকেশনে (vacation)।

হিমাচল প্রদেশে (himachal pradesh) এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। সেখানে এখন হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা। মাঝে মাঝেই হচ্ছে স্নো ফল। আর সেই বরফ বৃষ্টির মধ‍্যে দাঁড়িয়েই একে অপরকে জাপটে ধরেছেন দুজনে। ছবিটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, ‘বরফের সৌন্দর্য্য উপভোগ করতে গেলে ঠান্ডার মধ‍্যে তো দাঁড়াতেই হবে।’

IMG 20201228 131332
অনুরাগীদেরও বরফে ঢাকা হিমাচলের সৌন্দর্য্য থেকে বঞ্চিত করেননি অঙ্কুশ ঐন্দ্রিলা। ভিডিও, ইনস্টা স্টোরিতে তুলে ধরেছেন পাহাড়ের মোহময়ী রূপ। সবকটি ছবি, ভিডিওই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CJVLsMzFMqO/?igshid=16xrdy421eovr

শোনা যাচ্ছে, তাড়াতাড়িই এবার নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর বসাতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে তাঁদের বিয়ে নিয়ে এখনো কোনো খবর প্রকাশ‍্যে না এলেও সম্প্রতি শোনা যায় এক দারুন সুখবর। নতুন গাড়ির পর এবার নতুন বাড়িও কিনে ফেলেছেন অঙ্কুশ।

https://www.instagram.com/p/CJTR1tLlH3Y/?igshid=1tjdzf54jc0jl

জানা গিয়েছে, মুকুন্দপুরের কাছে Utalika Complex এ নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অঙ্কুশ। এখনো পুরোপুরি তৈরি হয়নি এই কমপ্লেক্স। ইতিমধ‍্যেই গিয়ে একদিন নতুন অ্যাপার্টমেন্টের কাজ দেখে এসেছেন অভিনেতা। কাজ সম্পূর্ণ হলেই সেখানে থাকা শুরু করবেন অভিনেতা।

https://www.instagram.com/p/CJVEw4tMdte/?igshid=2atdoiuh7a5g

শোনা যাচ্ছে, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তার আগে জানুয়ারিতেই সম্ভবত নতুন বাড়িতে চলে যাবেন অঙ্কুশ। বিয়ের আগে ঐন্দ্রিলাকে এটাই উপহার অঙ্কুশের।

https://www.instagram.com/p/CJTvF5rMpue/?igshid=99ooss0wa1we

প্রসঙ্গত, বহুদিন ধরেই অনুরাগীরা চাইছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলার এই মিষ্টি জুটিকে বড়পর্দায় দেখতে। অবশেষে তাদের স্বপ্ন সত‍্যি হতে চলেছে। এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। সৌজন‍্যে, পরিচালক রাজা চন্দের ছবি ‘ম‍্যাজিক’।

https://www.instagram.com/p/CJSFHtPMx2U/?igshid=rca4cstqe5y2

ছবির নাম শুনেই বুঝতে পারছেন জাদু সংক্রান্ত ব‍্যাপার স‍্যাপার ছবিতে থাকবেই। অঙ্কুশের চরিত্রের নাম ইন্দ্রজিৎ এবং ঐন্দ্রিলা অভিনয় করছেন কৃতীর চরিত্রে। দুজনেই পেশায় ডিজাইনার। অঙ্কুশের সিনিয়র হলেন ঐন্দ্রিলা। কিন্তু জুনিয়র ডিজাইনারের বাচন ভঙ্গিতে মুগ্ধ হয়ে তাঁর প্রেমে পড়েন সিনিয়র ঐন্দ্রিলা ওরফে কৃতী।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

অঙ্কুশের চরিত্রটি ম‍্যাজিক দেখানোয় এক্সপার্ট। সাধারন ম‍্যাজিক থেকে শুরু করে স্টেজ শো সবই করে সে। এভাবেই ছবির গল্প এগোয় বলে জানিয়েছেন পরিচালক রাজা চন্দ। অঙ্কুশের বাবা মায়ের ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তীকে। এছাড়া অভিনেত্রী পায়েল সরকারও থাকছেন একটি বিশেষ চরিত্রে।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

Niranjana Nag

সম্পর্কিত খবর