বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi), কেন্দ্রের পেশ করা কৃষি আইনের বিপক্ষে গিয়ে প্রথম থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কামান দেগে এসেছেন। কৃষি আইন পেশ করার পর থেকেই কেন্দ্রের বিরোধিতা করে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। শুধু কংগ্রেসই নয়, বিজেপি সরকার ছাড়া অন্যান্য প্রায় সকল রাজনৈতিক দল কৃষি বিলের বিপক্ষে সওয়াল করেছে।
কৃষকদের সমর্থন করে আরও একবার কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আবারও রবিবার স্যোশাল মিডিয়ায় তিনি বললেন, কেন্দ্র সরকারের পেশ করা কৃষি আইন সম্পূর্ণ রূপে কৃষকদের স্বার্থ বিরুদ্ধ। সরকারের উচিত অবিলম্বে এই আইন প্রত্যাহার করে নেওয়া। কৃষকদের পাশে দাঁড়িয়ে সকল বাঁধা অতিক্রম করে এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।
কৃষকদের এগিয়ে যাওয়ার বার্তা দিতে গিয়ে দ্বারকাপ্রসাদ মহেশ্বরীর জনপ্রিয় কবিতা ‘বীর তুম বাধে চলো’-র পরবর্তী সংস্করণ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। সেইসঙ্গে দিল্লীতে প্রতিবাদরত কৃষকদের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন।
वीर तुम बढ़े चलो
धीर तुम बढ़े चलो
वॉटर गन की बौछार हो
या गीदड़ भभकी हज़ार हो
तुम निडर डरो नहीं
तुम निडर डटो वहीं
वीर तुम बढ़े चलो
अन्नदाता तुम बढ़े चलो! pic.twitter.com/MqsuS9QxEj— Rahul Gandhi (@RahulGandhi) December 27, 2020
দ্বারকাপ্রসাদ মহেশ্বরীর জনপ্রিয় কবিতা নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করতেই দ্বারকাপ্রসাদ মহেশ্বরীর পরিবারের লোকজন এই বিষয়ে ঘোর আপত্তি জানায়। তারা বলেন, ‘আপনার এইরূপ আচরণে আমি এবং আমার পরিবারের লোকজন ব্যাথিত হয়েছি। আপনি বলুন তো এই কবিতা ব্যবহার করে আপনি কবিতা এবং কবির আত্মার প্রতি ন্যায়বিচার কিনা? আপনি এই কবিতা নিয়ে মজা করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়, এর জন্য রাহুল গান্ধী আপনার ক্ষমা চাওয়া উচিত’।
প্রথম থেকেই কেন্দ্রের মোদী সরকারের সকল সিদ্ধান্তের বিরোধিতা করে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শুরু করে সম্প্রতি দিনে করোনা ভ্যাকসিনের টিকা প্রয়োগ। সবকিছুতেই কেন্দ্র সরকারের খামতি খুঁজে বের করে আক্রমণ করে গেছেন মোদী সরকারকে। তারমধ্যে বর্তমান সময়ে কৃষক আন্দোলনকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র হিসাবে তুলে ধরেছেন রাহুল গান্ধী। যা নিয়ে প্রতিনিয়তই কেন্দ্র সরকারের বিরোধিতা এবং কৃষকদের পক্ষে সমর্থন প্রদর্শন করে চলেছেন।