বাংলাহান্ট ডেস্ক: হ্যাক (hack) হল ফারাহ খান (farah khan) ও অভিনেতা বিক্রান্ত মেসির (vikrant massey) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (social media account)। দুজনেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে সতর্ক করেছেন অনুরাগীদের। তাঁদের অ্যাকাউন্ট থেকে কোনো রকম মেসেজ বা লিঙ্ক পাঠানো হলে যেন তাতে ক্লিক না করা হয়। তাতে যে ক্লিক করছে তার অ্যাকাউন্টও হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজের ইনস্টাগ্রামে একটি সতর্কতা মূলক পোস্ট শেয়ার করে ফারাহ লেখেন, ‘গত সন্ধ্যায় আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কোনো মেসেজ বা লিঙ্কে ক্লিক করবেন না নয়তো আপনার অ্যাকাউন্টটিও হ্যাক হতে পারে।’ তিনি আরো জানিয়েছেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও হ্যাক হয়েছিল। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বামী শিরীষ কুন্দর তা ঠিক করে দিয়েছেন।
অপরদিকে ইনস্টাতে একটি স্টোরি শেয়ার করে বিক্রান্তও লিখেছেন, ‘আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। দয়া করে কোনো মেসেজ বা কমেন্ট পাত্তা দেবেন না। আমরা কাজ করছি।’কিছুদিন আগে উর্মিলা মাতন্ডকর ও সুজান খানের অ্যাকাউন্টও হ্যাক হওয়ার খবর মিলেছিল।
https://www.instagram.com/p/CJVbldqAN8F/?igshid=cxbie1mfqs4o
এর আগে হ্যাক হয়েছিল উর্বশী রাউতেলার ফেসবুক অ্যাকাউন্ট। নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তিনি অনুরাগীদের জানিয়েছিলেন এই বিষয়ে। সেই সঙ্গে সতর্ক করেছিলেন কোনও পোস্টের কোনও উত্তর না দিতে। তাঁর অ্যাকাউন্টে পর্ন ছবির লিঙ্ক পোস্ট করছিল হ্যাকাররা। মুম্বই পুলিসের তরফে উর্বশীকে জানানো হয় তাঁর অভিযোগটি তাঁরা সাইবার পুলিস স্টেশনে জানিয়েছে।