বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের (All India Trinamool Congress) নেতা। আজ বিকেলে তৃণমূলের নেতা ধর্মেন্দ্র সিংকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওনার মৃত্যুর খবর সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যের মন্ত্রী অরুপ রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন ধর্মেন্দ্র সিং। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
বিজেপি নেতা মণীশ শুক্লর স্টাইলেই ধর্মেন্দ্র সিংকে খুন করা হয়। ধর্মেন্দ্র সিংকে লক্ষ্য করে ছয়টি গুলি করে দুষ্কৃতীরা। একটি গুলি গিয়ে ওনার মাথায় লাগে, এরপরই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ওনাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ওনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর পেতেই হাসপাতালে যান মন্ত্রী অরুপ রায়। ঘটনার পিছনে বিরোধীদের হাত থাকতে পারেন বলে জানান তিনি।
প্রাপ্ত খবর অনুযায়ী, বিকেলে কাজ সেরে শালিমার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন ধর্মেন্দ্র সিং। সেই সময় উলটোদিক থেকে আসা একটি বাইক ওনার পথ আটকায়। এরপর ওনাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তৃণমূল নেতার মাথায় লাগে। ওনার বাইকে আরও একজন ছিলেন, তাঁর হাতে লাগে একটি গুলি। এরপরই দুজনকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মেন্দ্র সিংকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ওনার সঙ্গীর চিকিৎসা চলছে সেই হাসপাতালেই।