বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সকল রাজনৈতিক দল। তবে কিছুদিন আগেই বাংলার (west bengal) বিভিন্ন জায়গায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায়, নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছিল বিজেপি শিবির। সেই দাবি মেনে নিল কেন্দ্র সরকার।
জানা গিয়েছে, নতুন বছরের প্রথম দিনই অর্থাৎ শুক্রবারই বাংলায় আসছে CRPF-এর ২ কোম্পানি। প্রথম অবস্থায় CRPF-এর এই ২ কোম্পানি খড়গপুর ও দুর্গাপুরে থাকবে। তারপর রাজ্যের বিভিন্ন নেতা নেত্রীদের নিরাপত্তা খাতে মোতায়েন করা হবে। সূত্রের খবর, একুশের নির্বাচন আসার আগেই রাজ্যর বিভিন্ন নেতৃত্বদের উপর হামলা হওয়ার আশঙ্কা করছে গোয়েন্দা দফতর। তাই নির্বাচনী প্রচারের ঝড় ওঠার আগেই বাংলার নেতৃত্বদের সুরক্ষার প্রয়োজনে CRPF-এর ২ কোম্পানি আসছে বাংলায়।
বাংলায় নির্বাচনের এত আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, নিজেদের নেতাদের সবসময় সুরক্ষা দিচ্ছে কেন্দ্র। কিন্তু জঙ্গলমহল, ছত্তিসগড়ে নিরাপত্তা দিতে পারছে না। ওদের যা খুশি ওঁরা করুন, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব’।
CRPF-এর ২ কোম্পানি প্রথমে খড়গপুর ও দুর্গাপুরে থাকবে। তারপর সেখান থেকে বিভিন্ন নেতা নেত্রীদের সুরক্ষার প্রয়োজনে তাদের মোতায়েন করা হবে। বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই টিম বাংলায় থাকবে।