বাংলা হান্ট ডেস্কঃ দেবলীনা, সায়নী ঘোষকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ তথা টলিউডের বিশিষ্ট অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি এই নিয়ে কলকাতায় একটি প্রতিবাদী সভায় অংশ নেন। সেখান থেকে তিনি দেবলীনাদের হুমকি চোখ রাঙানি দেওয়া মানুষদের একহাতে নেন।
তিনি বলেন, এ আমরা কোন ভারতবর্ষে বাস করছি? এখন আমাদের রাতের বেলায় রাস্তায় বের হতে ভয় লাগে। তিনি বলেন, এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি কাউকে ভয় পান না। আমিও কাউকে ভয় পাই না। আমাদের কেউ রেপ করতে এলে আমাদের বাড়িতে ঝাঁটা আছে, ঝেটিয়ে বিদায় করব।
তিনি বলেন, আমরা বাড়িতে কি খাব? আমাদের হাড়িতে কি রান্না করব? সেটা তুমি বলে দেবে? আমি কি পরব সেটাও তুমি বলে দেবে? আমি তোমারটা খাইও না পরিও না। তোমার কথা শুনব না। বাংলার মেয়ের সন্মান কেউ কেড়ে নিতে পারবে না।
তিনি বলেন, আজ যেটা দেবলীনা আর সায়নীর সাথে হয়েছে সেটা যেন অন্য কারোর সাথে না হয়। আর সেই কারণে আমি আজ এখানে এসেছি। তিনি নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, কোথাও ঝামেলা হলে ওঁরা মহিলা কর্মীদের এগিয়ে দেয়। ওঁরা আমাদের সন্মান করবে কীভাবে?
তিনি ধর্ষকের মানসিকতা রাখা মানুষদের সরাসরি হুমকি দিয়ে বলেন, কে রেপ করবে আমাদের? দম থাকলে আয় আমাদের বাড়িতে আয়।