মন্দিরের একটি ইঁট অন্তত গাঁথতে চান, রাম মন্দির নির্মাণে আর্থিক অনুদান দিলেন সোনু নিগম

বাংলাহান্ট ডেস্ক: রাম মন্দির (ram mandir) নির্মাণে সাহায‍্যে এগিয়ে এলেন বলিউড গায়ক সোনু নিগম (sonu nigam)। অযোধ‍্যায় (ayodhya) রাম মন্দির নির্মাণের জন‍্য উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথের (yogi adityanath) হাতে আর্থিক অনুদান তুলে দেন সোনু। লখনউতে যোগীর বাসভবনে গিয়ে এই অনুদান তুলে দেন সোনু নিগম।

সংবাদ সংস্থা ANI এ প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, লখনউতে যোগী আদিত‍্যনাথের বাস ভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সোনু নিগম। সেই সঙ্গে রাম মন্দির নির্মাণের জন‍্য উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রীর হাতে আর্থিক অনুদানও তুলে দেন গায়ক। সেই ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

ram mandir 8
লকডাউনে দুবাইতেই ছিলেন সোনু। সম্প্রতি মুম্বইতে ফিরে এসেছেন তিনি। আর এসেই গত রবিবার পৌঁছে গিয়েছেন অযোধ‍্যা। হনুমানগড়ি মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানান, অনেকদিন ধরেই অযোধ‍্যার রাম মন্দিরে আসার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু কাজের চাপে একেবারেই সময় পাননি তিনি।

অবশেষে সময় পেতেই চলে এসেছেন অযোধ‍্যায়। রাম মন্দির ভারতের গর্ব বলে মন্তব‍্য করেন সোনু। সবার উচিত এই কাজে সহায়তা করা। শুধু তাই নয়। সোনু আরো বলেন, রাম মন্দির নির্মাণ কাজে তিনিও অংশীদার হতে চান। এই মন্দিরের একটি ইঁট অন্তত গাঁথতে চান।পাশাপাশি রাম মন্দির নিয়ে একটি গান তৈরি করার ইচ্ছাও প্রকাশ করেন সোনু নিগম।

 

উত্তর প্রদেশে ফিল্ম সিটি তৈরি করার প্রস্তাব নিয়েও মুখ খোলেন সোনু। তিনি বলেন, বলিউড দেশের বিনোদন জগতের কেন্দ্রবিন্দু। পাশাপাশি যদি উত্তর প্রদেশেও যদি একটি ফিল্ম সিটি তৈরি হয় তাহলে ভালোই হবে। কর্মসংস্থান আরো বাড়বে।

Niranjana Nag

সম্পর্কিত খবর