যারা শিবলিঙ্গকে অপমান করে তারাই আদতে যৌনকর্মী, সায়নীকে তীব্র কটাক্ষ সৌমিত্র খাঁর

বাংলাহান্ট ডেস্ক: শিবলিঙ্গে (shiva linga) কন্ডোম পরানোর ছবি টুইট করাকে ঘিরে তুমুল বিতর্কের মধ‍্যে পড়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ (sayani ghosh)। বিজেপি (bjp) নেতা তথাগত ঘোষ  সায়নীর বিরুদ্ধে দায়ের করেন FIR। সোশ‍্যাল মিডিয়াতেও তুমুল।সমালোচনার মুখে পড়তে হয় সায়নীকে। এখনো সেই বিতর্কের আগুন স্তিমিত হওয়ার নাম নেই। বরং নতুন করে বিতর্ক উসকে সায়নীকে ‘যৌনকর্মী’ বলে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan)।

পূর্ব বর্ধমানের খন্ডঘোষের সভা থেকে তৃণমূল তথা টলিউড শিল্পীদের প্রতি তীব্র আক্রমণ শানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাঁর স্পষ্ট বক্তব‍্য, যারা শিবলিঙ্গকে অপমান করে, মা মনসাকে অপমান করে তারাই আদতে যৌনকর্মী।

soumitra 5

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের উদ্দেশে তোপ দেগে সৌমিত্র খাঁ বলেন, কিছু ফিল্ম আর্টিস্ট আছে যারা দক্ষিণ কলকাতায় মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের কাছ থেকে ২ লক্ষ টাকা করে স‍্যালারি পায়। তারা বলছে এই বুয়াইচন্ডী কালী মন্দিরে, শিবমন্দিরে শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে পুজো করা হোক। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলছেন, তাঁর কবিরা বলছে, মা সরস্বতী যৌনকর্মী?

সৌমিত্র খাঁ আরো বলেন, এবার জবাব দেওয়ার সময় এসেছে। নাহলে এখানে একটাও মন্দির আসৃত থাকবে না। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ঘাড় ধরে সবাইকে বার করে দেবেন। এখানেই শেষ নয়, দেবলীন দত্তর ‘গোমাংস’ বিতর্ক নিয়েও ফুঁসে উঠতে দেখা যায় বিজেপি সাংসদকে। সায়নীর নাম নিয়ে তিনি বলেন, “আমি সায়নী ঘোষকে বলতে চাই তোমরা এই ধরনের কথা বলছ। ধর্মতলায় বসে নাটক করছ, অনেক কথা বলছ।

sayani ghosh tathagata and mamata
আমরা তো বলছি না তোমরা যেদিন মসজিদে আজান পড়বে আমরা সেদিন খারাপ কিছু করব। কিন্তু তৃণমূলের চাকর মতো কিছু অভিনেত্রীরা বলছে দূর্গাপুজোর অষ্টমীতে গোরুর মাংস খাওয়াবে। যে যার ধর্মে বিশ্বাস করি। কিন্তু আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করে, আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই আসলে যৌনকর্মী বলে আমী মনে করি।”

এর আগে পুরুলিয়ার জেলা কংগ্রসের জনসভায় নাম না করে বিজেপি নেতা তথাগত রায়ের উদ্দেশে কটাক্ষ করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি বলেন, “সায়নী নামে একটা মেয়ে ছবিতে কাজ করে। তাঁকে ধমকানো চমকানো হচ্ছে। তুমি উত্তর প্রদেশে ধমকাও, দিল্লিতে ধমকাও, বিহারে ধমকাও, বাংলায় ধমকানোর আশা কিকরে রাখো? ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও।”


Niranjana Nag

সম্পর্কিত খবর