বাংলাহান্ট ডেস্কঃ শুরু হল এ দশকের প্রথম বাজেট পেশ। বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (nirmala sitharaman)। করোনা আবহের মধ্যে ভারতের (india) বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেই শুরু হল বাজেট পেশ।
বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী বললেন- অর্থনীতির খুব দ্রুত পুনরুত্থান কিভাবে সম্ভব, সেটা মাথায় রেখেই এবারের বাজেট তৈরি করা হয়েছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা। ৬০২টি জেলা উপকৃত হওয়ার মধ্যে দিয়ে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠানও পুনরুজ্জীবিত হয়ে উঠবে এই বাজেট পেশের মধ্য দিয়ে।
করোনা টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।
১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল স্বচ্ছ ভারত অভিযানের খাতে।
জলের কলের জন্য বরাদ্দ হল ২লক্ষ ৮৭ কোটি টাকা। উপকৃত হবে ২.৮৬ কোটি মানুষ।
২০ বছরেরও বেশি পুরোন গাড়ি পরিবেশ দূষণ রুখতে বাতিল করা হবে।
৮,৫০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি করা হবে। দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থা। তামিলনাড়ুতে তৈরি হবে ৩,৫০০ কিমি রাজ্য সড়ক। ১,১০০ কিমি রাস্তা তৈরি করা হবে কেরালায়। পশ্চিমবঙ্গে হবে ৬৭৫ কিমি রাস্তা। পাশাপাশি মেরামত করা হবে কলকাতা-শিলিগুড়ি রাস্তা।
রেলের জন্য বরাদ্দ হল ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা।
রাস্তায় নামবে ৩০ হাজার নতুন বাস।
জাপান থেকে ভারতে এনে জাহাজের পুনর্নিমাণ করা হবে। ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে এই কাজের ফলে।