পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য জয় বাংলা শ্লোগান দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জীকে আক্রমন দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক লড়াই ততই তীব্র হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি মূলত এই লড়াইতে সবথেকে বেশি ভূমিকা পালন করছে। তাই দুই দলের মধ্যে টক্কর সবথেকে বেশি দেখা মিলছে। এই তীব্র রাজনৈতিক লড়াইয়ের মধ্যে এক নতুন বিতর্ক তৈরি হয়েছে তা হলো শ্লোগান বিতর্ক।

সম্প্রতি নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে জয় শ্রী রাম শ্লোগান উঠায় রেগে উঠেছিলেন মুখ্যমন্ত্রী । রেগে উঠে মঞ্চে ভাষণ দিতে অবধি অস্বীকার করেছিলেন মমতা ব্যানার্জী। এই ইস্যুতে বিজেপির উপর বেশ আক্রমক হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস।

তবে এখন তৃণমূল কংগ্রেস দ্বারা বলা হয়ে থাকা এক শ্লোগান নিয়ে পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। আসলে সম্প্রতি ‘জয় বাংলা’ শ্লোগান শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের মুখে মুখে। আর এই নিয়েই আক্রমণে নেমেছে বিজেপি। বঙ্গবিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘ জয় বাংলা’ শ্লোগান পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য দেওয়া হচ্ছে।

 

দিলীপ ঘোষ বলেছেন, জয় বাংলা শ্লোগান বাংলাদেশের সরকারি শ্লোগান এটা সেখানের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। মমতা ব্যানার্জীকে দিদিমণি বলে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, দিদিমণি বাংলাদেশ থেকে এই শ্লোগান আমদানি করেছেন। দিলীপ ঘোষ আরো বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসবে, মায়ানমার থেকে রোহিঙ্গা আসবে তারা ভোট দেবে সুযোগ সুবিধা নেবে। এখানকার ভোটারদের উনি ভোট দিতে দেবেন না। জয় শ্রী রাম উনার হজম হয় না কিন্তু জয় বাংলা চলবে, এই জন্য কি আমরা ভোট দিয়ে দিদিকে এনেছিলাম?


সম্পর্কিত খবর