বিয়েতে হাজির খোদ মুখ‍্যমন্ত্রী, তৃণার সিঁদুরদানের সময় উঠল ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল গতকাল। সাত পাকে বাঁধা পড়লেন নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহা (trina saha)। তারকা খচিত এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন খোদ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee)। আর এই বিয়েতেই উঠল ‘ইনকিলাব জিন্দাবাদ’ (inquilab zindabad) ধ্বনি। সেই ভিডিও (video) এখন ভাইরাল (viral) সোশ‍্যাল মিডিয়ায়।

নীল ও তৃণার বিয়ের ছবি ও ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। তার মধ‍্যেই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটি সিঁদুরদানের সময়কার। সেখানে দেখা যাচ্ছে, তৃণার সিঁথিতে সিঁদুর পরানোর তোড়জোড় করছেন নীল। দুজনকে ঘিরে রয়েছে তাঁদের বন্ধু বান্ধবরা।

IMG 20210204 211721
তৃণার সিঁথিতে নীল সিঁদুর ছোঁয়াতেই উঠল ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি যার অর্থ ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’। আসলে নেহাত মজা করেই এমন কাণ্ড করেছে নীল তৃণার বন্ধুরা। আর তাদের কাণ্ড দেখে হাসি ফুটেছে নব দম্পতির মুখেও। সিঁদুরদানের মুহূর্তটি ক‍্যামেরাবন্দি করে শেয়ার করেছেন নীল নিজেও।

নীল তৃণার আবদার রাখতে এই হেভিওয়েট বিয়েতে হাজির হতে পারেন মুখ‍্যমন্ত্রী, এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। কোনো জরুরি কাজ না পড়ে গেলে যে তিনি আসবেন তা নিয়েও নিশ্চিত ছিলেন অনেকে। অবশেষে সেই সম্ভাবনাই সত‍্যি হল। কনের বেশে তৃণার সঙ্গে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CK5QHxfhM0j/?igshid=1sx6u393i6g0c

সাবেকি বাঙালি কনের সাজেই সেজেছিলেন তৃণা। লাল বেনারসী, সোনার গয়না মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অপরদিকে নীলের পরনে ছিল লাল ও ঘিয়ের কম্বিনেশনে পাঞ্জাবি ও ধুতি। বর কনের ছবি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

সকাল থেকেই কাল সাজো সাজো রব ছিল দুজনের বাড়িতে। ধুমধাম করে আত্মীয় পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ সম্পন্ন হয় নীল তৃণার। থিম মেনে সাদা হলুদ লেহেঙ্গাতে সেজেছিলেন তৃণা। সঙ্গে সর্বাঙ্গে ফুলের সাজ। গালে হলুদ মেখে যেন আরো অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। অপরদিকে নীলের পরনেও ছিল হলুদ ও সাদা পাঞ্জাবি। গায়ে হলুদে তুমুল হুল্লোড় করতে দেখা যায় তাঁকেও।

Niranjana Nag

সম্পর্কিত খবর