বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Root)। প্রত্যেক টেস্ট ম্যাচে তিনি ঝুড়ি ঝুড়ি রান করছেন। পরপর তিনটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন রুট যার মধ্যে আবার দুটি ডবল সেঞ্চুরি। রুটের এই বিধ্বংসী ফর্ম বিপক্ষ দলের বোলারদের নাজেহাল অবস্থা। ভারতের বিরুদ্ধে নিজের শততম টেস্ট ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন রুট। নিজের শততম টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করে অনেক কিংবদন্তিকে ছাপিয়ে গেলেন তিনি।
রুটের এই দুর্দান্ত ফর্ম এবং ভারতের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করায় সরাসরি অপমানিত হতে হল ভারতের বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। 2016 সালে একটি টুইট করে অমিতাভ বচ্চন লিখেছিলেন, রুটকে শিখর থেকে উপড়ে ফেলতে হবে। আর সেই টুইট তুলে ধরে এবার অমিতাভ বচ্চনকে খোঁচা দিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ।
@flintoff11 @imVkohli @root66 @englandcricket Root who ? जड़ से उखाड़ देंगे Root ko ..!!!
— Amitabh Bachchan (@SrBachchan) March 27, 2016
2016 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 51 বলে 82 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে তুলেছিল বিরাট কোহলি। তারপরই প্রাক্তন ইংরেজ অধিনায়ক জো রুট লিখেছিলেন, বিরাট যদি এভাবে খেলতে থাকে তাহলে একদিন বিরাটও রুটের মতো বড় ক্রিকেটার হবে। ফ্লিনটফের টুইটের জবাবে অমিতাভ বচ্চন লিখেছিলেন, কে রুট? রুটকে শিকড় থেকে তুলে ফেলে দেবো।
https://twitter.com/flintoff11/status/1357985921468141569?s=20
সেইদিন অমিতাভ বচ্চনের টুইটের কোন জবাব না দিলেও ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জো রুটের দ্বিশত রান করার পর পাঁচ বছর আগের সেই টুইট টেনে অমিতাভ বচ্চনকে খোঁচা দিয়ে ফ্লিনটফ লিখেছেন, ” সম্মান রেখেই বলছি, এটা কিন্তু দারুণ হয়েছে।”