বাংলাহান্ট ডেস্কঃ ব্যাডিংপত্র গুছিয়ে এবার রওনা দেওয়ার পালা। আবহাওয়া (weather) শিরোনাম এবং বাংলা দুইই ছাড়ার সময় এসে গেছে শীতের। সামনেই আবার সরস্বতী পুজো। তবে শীতের যাবার লগ্নে এবার সরস্বতী পুজোতে হালকা শীতের আমেজ বিরাজ করবে বলে জানা গিয়েছে।
কথায় বলে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। এবারের ঠাণ্ডায় যেন সেরকমই অনুভূতি হয়েছে বঙ্গবাসীর। জানুয়ারি মাসে হুট করে ঠাণ্ডা চলে যাওয়ার পর, আবারও যেন জানুয়ারীর শেষের দিকে মাঘের হাত ধরে নয়া রূপে বাংলায় প্রবেশ করেছিল শীত। ভালোই দাপট দেখা গিয়েছিল, সঙ্গে ছিল আবার শৈতপ্রবাহও। জারি হয়েছিল হলুদ সতর্কতাও।
আবহাওয়া দফতর জানিয়েছে, এবার থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার থেকে সব জেলাতেই হালকা করে চড়বে তাপমাত্রার পারদ। এবার আর ভারী শীত পোষাকের কোন প্রয়োজন পড়বে না। সামনেই সরস্বতী পুজোতে হালকা শীত থাকতে পারে।
আজকের আবহাওয়া
কলকাতা শহরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, ১০ ই ফেব্রুয়ারী পার করে এবার তাপমাত্রার পারদ বৃদ্ধির দিকে যাত্রা করবে। শীতের এবার নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফেরার পালা। প্রেমীদের কাছ থেকে বিদায় নিয়ে, ধীরে ধীরে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছে শীত। সেই জায়গায় এবার রাজ করবে ঋতুরাজ বসন্ত।