প্রতীক্ষার অবসান, আজ রাজ্যে আসছেন অমিত শাহ, দুটি সভা করবেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আজ বৃহস্পতিবার কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রার চতুর্থ দফার শুভ সূচনা করবেন। সেখানে তিনি একটি জনসভাকেও সম্বোধিত করবেন। বিজেপির তরফ থেকে জারি বয়ানে বলা হয়েছে যে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে ১১ টা নাগাদ কোচবিহারের রাসমেলার মাঠ থেকে ভাষণ দেবেন।

বিজেপির তরফ থেকে বলা হয় যে, কোচবিহারে সভা করার পর সেখান থেকে বনগাঁর ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ঠাকুরনগরে ৩ঃ৩০ নাগাদ তিনি একটি জনসভা করবেন। এরপর তিনি কলকাতার সায়েন্স সিটি যাবেন। সেখানে তিনি দলের সোশ্যাল মিডিয়ায় স্বয়ংসেবকদের উদ্দেশ্যে বার্তা দেবেন। উল্লেখনীয়, এর আগে অমিত শাহের বঙ্গ সফর দিল্লীতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণে কারণে স্থগিত হয়ে গিয়েছিল।

আরেকদিকে, গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দুটি ‘পরিবর্তন যাত্রা”র সূচনা করেছিলেন। একটি বীরভূমের তারাপীঠ থেকে, আরেকটি ঝাড়গ্রাম থেকে। বিজেপি রাজ্যের ২৯৪ টি আসনে পৌঁছানর জন্য পাঁচ দফায় পরিবর্তন রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর