দুদিন আগেই প্রয়াত হয়েছেন রণবীরের কাকা রাজীব কাপুর, বিয়ের কনের সাজে ভাইরাল আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের (wedding) কনের সাজে ভাইরাল (viral) হলেন আলিয়া ভাট (alia bhatt)। মাত্র দুদিন আগেই মৃত‍্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুরের। সম্পর্কে তিনি রণবীর কাপুরের (ranbir kapoor) কাকা। দুসংবাদ পেয়েই ভ‍্যাকেশন থেকে দেশে ফেরেন আলিয়া। শেষকৃত‍্যে রণবীরের পরিবারের পাশেও থাকতে দেখা যায় তাঁকে।

কিন্তু সেই ঘটনার পর দু দিন কাটতে না কাটতেই এমন সাজে আলিয়াকে দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। গোলাপি লেহেঙ্গায় ক‍্যামেরাবন্দি হয়েছেন আলিয়া। মাথায় দিয়েছেন ওড়না, সঙ্গে ভারী গয়না। দুহাতে আঁকা মেহেন্দি। জনপ্রিয় মেহেন্দি আর্টিস্ট বীনা নাগড়ার পাশে দাঁড়িয়ে।হাসিমুখে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

alia bhatt

জানা গিয়েছে, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন‍্যই এমন লুকে হাজির হয়েছেন আলিয়া। পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে অনুরাগীদের প্রশংসায়। কবে যে সত‍্যি বিয়ে করবেন তিনি আর সেই বিয়ের লুক কেমন হবে সেই স্বপ্নেই বিভোর হয়ে রয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।

https://www.instagram.com/p/CLJQq-RriPh/?igshid=7bplj87crifw

 

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে আলিয়ার সঙ্গে বিয়ের ব‍্যাপারে রণবীর সবটাই খোলসা করেন। তিনি বলেন, “আমি কুনজর লাগাতে চাই না কিন্তু একথা বলতে পারি খুব শীঘ্রই আমার জীবনে সেই দিনটা আসতে চলেছে।” আলিয়ার ভূয়সী প্রশংসাও করেন রণবীর। তিনি জানান, আলিয়া সব কিছুই খুব ভাল পারেন। গিটার বাজানো থেকে চিত্রনাট‍্য লেখা সবেতেই তিনি পারদর্শী। তাঁর পাশে নিজেকে খুবই খাটো লাগে বলে জানান রণবীর।

গত মঙ্গলবার রাজীব কাপুরের মৃত‍্যু সংবাদ পেয়েই মালদ্বীপ থেকে ছুটে আসেন আলিয়া। হবু শাশুড়ি নীতু কাপুরকে সামলাতে দেখা যায় তাঁকে। এর আগে শোনা গিয়েছিল ঋষি কাপুরের মৃত‍্যুর এক বছর কাটলেই বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া রণবীর। কিন্তু তার আগেই প্রয়াত হলেন রণবীরের কাকা। এবার বিয়েটা কবে সারবেন এই জুটি সেই দিকেই নজর অনুরাগীদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর