‘আপনারা লাঠিপেটা করেছেন, আমরা চকোলেট দিচ্ছি’- বন্ধের প্রতিবাদ করায় পুলিশকে চকোলেট বাম কর্মীর

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার বাংলা (west bengal) জুড়ে ১২ ঘণ্টার বন্ধের (strike) ডাক দিয়েছে বাম সমর্থকরা। তবে অন্যান্য বন্ধের থেকে এই বন্ধের চেহারাটা কিছুটা অন্যরকম দেখা গেল। পুলিশ গিয়ে ধর্মঘট তুলে দিতে চাইলে, তাদের সঙ্গে বচসা নয়, কোথাও গোলাপ আবার কোথাও চকলেট দিয়ে পুলিশকে মিষ্টি মুখ করানো হল।

বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। বাম সমর্থকরা পুলিশের বাউন্ডারি টপকে নবান্নে প্রবেশের পথে, তাদের সঙ্গে জোর সংঘর্ষ বেঁধে যায়। বেশকিছু বাম কর্মী সমর্থক আহতও হন এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়।

bbkbckb

পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধ ডাকে বাম সমর্থকরা। সকাল ৬ টা থেকেই শুরু হয়ে গেছে বন্ধ পালনে রাস্তায় রাস্তায় বাম সমর্থকদের মিছিল। কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বামেদের এই বন্ধকে সমর্থন জানিয়েছে। উল্টোদিকে এই বন্ধকে অসফল করতে সম্পূর্ণ ভাবে তৈরি রয়েছে প্রশাসনও।

তবে এই বন্ধ চিরাচিরত প্রথা থেকে বেরিয়ে কিছুটা অন্যরকম ভাবেই পালন করতে দেখা গেল। চুঁচুড়া রোডে বাম সমর্থকদের অবরোধ ভাঙ্গতে এলে, কোনরকম বচসা না করে পুলিশকে মিষ্টি মুখ করানো হয়। কোথাও তো আবার পুলিশকে ফুল দিতেও দেখা গিয়েছে। এরই মধ্যে আবার যশোর রোডে ধরা পড়ল এক অন্যরকম চিত্র।

বাম সমর্থকদের অবরোধ তুলতে যশোর রোডে পুলিশ গেলে তাদের চকোলেট দেওয়ার ছবি ধরা পড়ল ক্যামেরায়। দেখা গেল, অবরোধ তুলতে আসা পুলিশ কর্মীর দিকে এগিয়ে এসে এক মহিলা বাম সমর্থক বলে- ‘স্যার, আপনারা আমাদেরকে লাঠি পেটা করেছেন, আমরা আপনাদের চকোলেট দিচ্ছি। আপনারা চকোলেটটা খান’।

Smita Hari

সম্পর্কিত খবর