‘ভ্যালেন্টাইন্স ডে’তে চড়বে তাপমাত্রার পারদ, সরস্বতী পুজোর আগেই বিদায় নিচ্ছে শীতঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আজ ‘ভ্যালেন্টাইন্স ডে’। ভালোবাসার দিনে আবহাওয়া (weather) রিপোর্ট বলছে, সকালের দিকে সামান্য শীতল আবহাওয়া বিরাজ করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। আবার সামনেই সরস্বতী পুজো। তার আগেই নিজের পাত্তারি গোটানোর চেষ্টায় রয়েছে শীত, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

সকালের দিকে আর রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও, আর মাত্র কটা দিন, তারপরই বঙ্গ ছাড়বে শীত। শীত বিদায়ের অন্তিম লগ্নে এসে শুধুমাত্র প্রহর গোনার অপেক্ষা। বঙ্গ ছেড়ে এবার এই মরশুমের মত বিদায় নেবে শীত।

valentines hearts winter nature background valentines day concept 8353 5999

শীতের আমেজ শেষে সোমবার সকালের দিকে এবং বিকালের দিকেও সামান্য কুয়াশার দাপট দেখা যেত পারে দক্ষিণের বেশ কয়েকটি এলাকায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশার দাপট মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়বে তাপমাত্রা। চড়বে পারদ।

আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানা গিয়েছে।

image 204

তিলোত্তমা থেকে প্রায় বিদায় নেওয়ার পথে শীত। সকালের দিকে হালকা গরম পোশাক পড়লেও, বেলা গড়ালেই তা আর গায়ে রাখা যাচ্ছে না। তেমনই রাতের দিকে এখন হালকা গরম কম্বলেই কাজ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ঠাণ্ডার এই উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ ভালো ভাবেই অনুভব করা যাচ্ছে। শীত বিদায়ের পর এবার আবহাওয়ার শীরোনামে জায়গা করে নেবে ঋতুরাজ বসন্ত।


Smita Hari

সম্পর্কিত খবর