নাম পরিবর্তন থেকে রোহিতের আউট, দিনরাত্রি টেস্টের প্রথম দিনে ঘটে গেল একাধিক বিতর্কিত ঘটনা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে দিনরাত্রি টেস্টে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ। খেলা শুরু হওয়ার আগেই বল্লবভাই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

তবে শুধু এই একটি বিতর্কেই থেমে নেই। দিনরাত্রি টেস্টের প্রথম দিন ঘটে গেল আরও বেশকিছু বিতর্কিত ঘটনা। এইদিন ভারতীয় স্পিনারদের সামনে কার্যত টিকতেই পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র 112 রানেই গুটিয়ে দেয় ভারত। যা মেনে নিতে কষ্ট হয় রুটদের।

joe root 1

ভারতের ইনিংসের শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হতে থাকে। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ব্রডের বলে খোঁচা দেন শুভমান গিল। সেই বল অনেকটা এগিয়ে গিয়ে ক্যাচ ধরেন বেন স্টোকস। স্টোকসের সেই ক্যাচ নট আউট দেন ফিল্ড আম্পায়াররা। ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ইংল্যান্ড তারা রিভিউ নেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় স্টোকসের সেই ক্যাচ ধরার আগেই মাটিতে বল ঠেকে যায় তাই দেরি না করে তৃতীয় আম্পায়ারও সেটি নট আউট দিয়ে দেয়। তারপরই শুরু হয় বিতর্ক, ইংল্যান্ড অধিনায়ক জো রুট দাবি করতে থাকে এত তাড়াতাড়ি কেন সিদ্ধান্ত নিল তৃতীয় আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের উচিৎ ছিল আরও বেশ কয়েকবার ভিডিও ফুটেজ দেখা। এছাড়া ওভার শেষের পর স্টুয়ার্ট ব্রডও বেশ কিছুক্ষণ আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। এছাড়াও ভারতের ইনিংসের একেবারে শেষের দিকে রোহিত শর্মার স্ট্যাম্প নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।


Udayan Biswas

সম্পর্কিত খবর