মহাশিবরাত্রিতে রাশি মেনে নির্দিষ্ট বস্তু দিয়েই পুজো করুন মহাদেব শিবের, পাবেন দেবের আশির্বাদ

বাংলাহান্ট ডেস্কঃ আজ মহাশিবরাত্রি (Mahashivratri)। হিন্দু মহিলারা আজকের দিনে নিজের মনস্কামনা পূর্ণ করতে সারাদিন উপোষ থেকে প্রহরে প্রহরে মহাদেব শিবের (shiva) মাথায় জল ঢালেন। সেই সঙ্গে ফল ফুলও অর্পণ করেন। তবে আপনি যদি আপনার রাশি মেনে নির্দিষ্ট বস্তু সহযোগে ভগবান শিবের মাথায় জল ঢালেন, তাহলে পাবেন দেবের আশির্বাদ।

আসুন জেনে নিন-

shiv linga 2

মেষ রাশিঃ গুড় ও জল দিয়ে অভিষেকের পর, লাল চন্দন, বেলপাতা, কনেরের ফুল, লাল প্যাড়া ও সুপুড়ি অর্পণ করুন এই রাশির ব্যক্তিরা।

shiva abhishesk 1594615800 lb 2

বৃষভ রাশিঃ প্রথমে দুধ, দই ও জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে তারপর চিনি, চাল, সাদা চন্দন ও সাদা ফুল অর্পণ করুন ভগবানের চরণে।

bbhbbh

মিথুন রাশিঃ এই রাশির ব্যক্তিরা প্রথমে আখের রস দিয়ে শিব লিঙ্গ স্নান করিয়ে তারপর মুগ, দূর্বা ও কুশ অর্পণ করুন।

114497 pxyaizukfj 1551713340

কর্কট রাশিঃ প্রথমে ঘি এবং কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে তারপর চাল ও শঙ্খপুষ্পী দিন।

Calotropis gigantea 1

সিংহ রাশিঃ গুড়ের জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে গুড়ের পায়েস ও আকন্দ ফুল দিয়ে পুজো করুন।

vang

কন্যা রাশিঃ আখের রস দিয়ে স্নান করিয়ে ভাঙ্গ, দূর্বা ও পান অর্পণ করুন মহাদেবের চরণে।

Starr 080117 2001 Tabernaemontana divaricata

তুলা রাশিঃ প্রথমে সুগন্ধী তেল বা আতর দিয়ে মহাদেবকে স্নান করিয়ে তারপর দই, মধু ও সাদা ফুল দিয়ে পুজো করুন।

maxresdefault 140

বৃশ্চিক রাশিঃ পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করিয়ে লাল রঙের মিষ্টি ও লাল ফুল দিয়ে মহদেবকে স্মরণ করুন।

Tagetes erecta Burdwan West Bengal India 30 01 2013 1

ধনু রাশিঃ হলুদ দুধ দিয়ে মহাদেবের অভিষেক করা প্রথমে। তারপর কেসর, বেসন দিয়ে তৈরি মিষ্টি ও গাঁদা ফুল অর্পণ করুন মহাদেবের চরণে।

Green Coconut

মকর রাশিঃ ডাবের জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে বিউলি দিয়ে তৈরি মিষ্টি ও নীলকমল ফুল অর্পণ করুন।

sesame oil benefits

কুম্ভ রাশিঃ এই রাশির ব্যক্তিরা মহাদেবকে তিলের তেল দিয়ে অভিষেক করিয়ে বিউলি ডাল দিয়ে তৈরি মিষ্টি দিয়ে মহাদেবের পুজো করুন।

accdb962f055f6cf9f35bd0612745655348a6c9332171f5bba32983552d48ed0

মীন রাশিঃ জাফরান মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে নাগকেসর, দই ও চাল দিয়ে মহাদেবকে স্মরণ করুন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর