ব্ল্যাক প্যান্থারের কাণ্ডকারখানা দেখে আঁতকে উঠল নেটনাগরিকরা, দেখুন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ভাইরাল ভিডিও (viral video) দেখে ভয়ে আঁতকে উঠল নেটপাড়ার বাসিন্দারা। ব্ল্যাক প্যান্থারের (black panther) শিকারি চলন দেখে বুক কেঁপে উঠল নেটিনাগরিকদের।

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই চিডিওতে দেখা যায়- রাত্রি বেশ গাঢ় হয়েছে তখন। রাত প্রায় ২ ট নাগাদ ঘটনাটি ঘটে। সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটা ধরা পড়ে। দেখা যায়- নিকষা অন্ধকারের মধ্যে থেকে এক কালো প্রাণী শিকার ধরার আছিলায় পা টিপে টিপে এগিয়ে আসছে।

এই কালো প্রাণীটিই হল ব্ল্যাক প্যান্থার। অন্ধকার রাতে সাক্ষাৎ মৃত্যুর দূতের মত দেখতে লাগছে তার চলন। নিঃশব্দে কিছুটা আসার পরই ক্যামেরার বাইরে চলে যায় ব্ল্যাক প্যান্থারটি। কিন্তু সেই মুহূর্তেই এক কুকুরের আর্তনাদ শোনা গেল। আর তার পর মুহূর্তেই সেই ব্ল্যাক প্যান্থারকে দেখা গেল এক রাস্তার কুকুরকে মুখে করে নিয়ে দৌড়ে সেই রাস্তা দিয়েই পালিয়ে যেতে।

আপনারাও দেখে নিন সেই হাড়হিম করা ভিডিও-

https://twitter.com/SudhaRamenIFS/status/1367043176117149702

এই ভিডিওটি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন আইএফএস অফিসার সুধা রমেন। সেইসঙ্গে তিনি লিখেছেন, ‘এরা কালো হলেও চিতার থেকে কোন অংশে কম ভয়ঙ্কর নয়। আর কুকুর হল এই পশুর প্রিয় খাবার’।

স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়ায় সঙ্গে সঙ্গেই ভিউ পড়ে গেছে প্রায় ২৮ হাজারের কাছাকাছি। ইতিমধ্যেই এই ভয়ঙ্কর ভিডিও আবার রিট্যুইটও করে নিয়েছেন অনেকেই। এই ভিডিওতে লাইকও পড়ে গিয়েছে অনেক। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ভয়ে বুক কেঁপে উঠেছে নেট নাগরিকদের। তবে ভিডিওটি ঠিক কোথাকার, তা জানা যায়নি।

Smita Hari

সম্পর্কিত খবর